নয়াদিল্লি: সিগারেটে সুখটান আরও মহার্ঘ হল। কারণ বুধবার বাজেট অধিবেশনে কার উপর আরও কর চাপাল কেন্দ্র। এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নয়া অর্থবর্ষে সিগারেটের (Duty on Cigarettes) উপর ১৬ শতাংশ শুল্ক চাপতে চলেছে। সিগারেটের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে যুব সমাজকে তামাক আসক্তি থেকে বার করে আনা যাবে বলে মত তাঁদের (India Budget 2023)। 


বুধবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। সেখানেই সিগারেটের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। সিগারেটের ধোঁয়া থেকে দূষণ এবং রোগ মোকাবিলায় বিপর্যয় খাত রয়েছে, যার আনুষ্ঠানিক নাম ন্য়াশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি। সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর বসানো শুল্কের টাকা সেই খাতে জমা হয়। সেই অনুযায়ীই, সিগারেটের উপর ১৬ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। 


সিগারেটের দৈর্ঘ্যের নিরিখে এর আগে ২১২ থেকে ৩৮৮ শতাংশ শুল্ক চাপানোর নিদর্শনও রয়েছে। কিন্তু বিগত দু'বছর ধরে সিগারেটের উপর শুল্কে কোনও হেরফের হয়নি। তবে এ দিন কেন্দ্রের এই ঘোষণার পরই শেয়ার বাজারে আইটিসি-সহ একাধিক সিগারেট তৈরির সংস্থার দর পড়ে গিয়েছে প্রায় ৫ শতাংশ।


কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ধূমপানজনিত রোগের দরুণ ভারতে স্বাস্থ্যখাতে জিডিপি-র ১.০৪ শতাংশ খরচ হয়। ধূমপানের অভ্যাস বহু মানুষকে দারিদ্র্য।তার দিকে ঠেলে দিয়েছে। তাই সরকারি সিদ্ধান্তে সন্তুষ্ট লখনউ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অরবিন্দ মোহন। তাঁর মতে, তামাকদ্রব্যে শুল্ক বাড়লে পরিবেশ সুস্থ হবে, আবার অর্থনৈতিক বোঝাও কমবে।


আরও পড়ুন: Budget 2023 Highlight: ৭.৫% সুদ, বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্কিম ঘোষণা


আবার অর্থনৈতিক দিক থেকেও সরকারের এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তামাকদ্রব্যের উপর কর বা শুল্ক যত বেশি হবে, তা থেকে আয় বাড়বে সরকারের। কারণ দাম বাড়লেও, সুখটানের অভ্যাস ছাড়তে অনীহাই থাকবে বহু মানুষের।


গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ইন্ডিয়া-র ২০১৬-’১৭-র পরিসংখ্যান অনুযায়ী, ১৫ বছর বয়সি এবং তার ঊর্ধ্বর ২৭ কোটি মানুষ কোনও না কোনও ভাবে তামাক সেবন করেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তন তামাক সেবনকারী দেশ ভারত এবং তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী।


যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রক উদ্যোগে শামিলও হয় ভারত। ১৮২টি দেশের মধ্যে ওই চুক্তিতে স্বাক্ষরকারী অন্যতম দেশ ভারত, যার আওতায় খুচরো তামাকদ্রব্যে কমপক্ষে ৭৫ শতাংশ কর বসানোর বিধি রয়েছে। যদিও ভারতে সিগারেটের উপর ৫২.৭ শতাংশ করই চাপানো হয়। বিড়ির উপর কর রয়েছে ২২ শতাংশ। আর পানমশলা, গুটখার উপর কর রয়েছে ৬৩.৮ শতাংশ।