কলকাতা: ১ ফেব্রুয়ারি ভারতের সাধারণ বাজেট পেশ। প্রতিবছরের মতোই এবারও বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। আয়কর থেকে মূল্যবৃদ্ধি- এগুলির দিকেই নজর রয়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহলের। 


১ ফেব্রুয়ারি  সংসদে পেশ করা হবে ২০২৩-২৪-এর সাধারণ বাজেট। সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই বাজেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একবার দেখে নেওয়া যাক।


গুরুত্বপূর্ণ তথ্য:



  • সাধারণত সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে বাজেট পেশ করা হয়।

  • বাজেট (Budget)- কথাটি এসেছে ফরাসি শব্দ 'bougette' থেকে, যার অর্থ ছোট ব্যাগ।

  • সাধারণ বাজেট মূলত ২টি ভাগে হয়। একটি Annual Financial Statement এবং অন্যটি Demand for Grants

  • Annual Financial Statement-এখানে আগামী অর্থবর্ষ সরকারের আয় ও ব্যায়ের একটি হিসাব দেওয়া হয়।

  • Demand for Grants- ভোট অন অ্যাকাউন্ট-এর মাধ্যমে এটি হয়ে থাকে। এর মাধ্যমে সরকারকে অনুমতি দেওয়া হয় যাতে সরকার Consolidated Fund of India-থেকে টাকা নিয়ে খরচ চালাতে পারে যতক্ষণ না Appropriation Bill পাস হচ্ছে।

  • বাজেটে অর্থনৈতিক সমীক্ষাও থাকে। যা ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তৈরি করেন। এর মাধ্যমেই ভারতীয় অর্থনীতির একটি সামগ্রিক ছবি ফুটিয়ে তোলা হয়। 


কোন মন্ত্রী-ক'টা বাজেট?



  • স্বাধীনতার পর থেকে একাধিক অর্থমন্ত্রী পেয়েছে ভারত। অসংখ্যবার বাজেট তৈরি করেছে ভারত সরকার। তা নিয়েও রয়েছে নানা চমকপ্রদ তথ্য

  • অর্থমন্ত্রী থাকাকালীন মোরারজী দেশাই ১০ বার বাজেট পেশ করেছিলেন।

  • ৯০-এর দশকে এবং ২০০০ সাল থেকে অর্থমন্ত্রী থাকাকালীন মোট ৯ বার বাজেট পেশ করেছেন পি চিদাম্বরম।

  • অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন যশবন্ত সিনহা। তিনি তাঁর সময়ে মোট ৮ বার বাজেট পেশ করেছিলেন।

  • দীর্ঘদিন ভারতের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি মোট ৮টি বাজেট পেশ করেছিলেন।

  • প্রধানমন্ত্রী পদে বসার আগে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। তিনি ৬ বার বাজেট পেশ করেছিলেন। একই সংখ্যক বাজেট পেশ করেছিলেন দেশের চতুর্থ অর্থমন্ত্রী টিটি কৃষ্ণমাচারি।

  • নির্মলা সীতারামন এই নিয়ে পাঁচ নম্বর বাজেট পেশ করবেন।


কখন বাজেট:
১৯৯৯ সাল পর্যন্ত ব্রিটিশ নিয়ম অনুসারে সাধারণ বাজেট পেশ করা হত ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকেল ৫টায়। প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহার হাত ধরে বদলে যায় এই নিয়ম। সকাল ১১টা শুরু হয় বাজেট পেশ। আবারও বদল হয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে। ২০১৭ সালে পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেন তিনি। 


আরও পড়ুন:  স্বাস্থ্যবিমা খাতে ছাড়? গৃহঋণে বাড়বে করছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা কী কী?