নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে পূর্ণাঙ্গ বাজেট। তাই কোথাও কোনও খামতি যাতে না থাকে, সেদিকে নজর ছিল গোড়া থেকেই। সেই মতো কেন্দ্রীয় বাজেটে পুরাণও কার্যত যোগ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যথারীতি ভাবে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে (India Budget 2023)।


কেন্দ্রীয় বাজেটে পুরাণও কার্যত যোগ করে দিল কেন্দ্র!


বুধবার সংসদে ২০২৩-'২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেছে কেন্দ্র। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আগামী বছরের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। আর তাতেই  সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। আর তাতেই 'সপ্ত ঋষি'র উল্লেখ করেন তিনি। 'সপ্ত ঋষি'ই আগামী দিনে কেন্দ্রকে পথ দেখাবে বলে মন্তব্য করেন।


নির্মলার এই মন্তব্যে পুরাণে বর্ণিত সপ্ত ঋষি, ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচির উল্লেখ উঠে আসছে, একত্রে যাঁদের বলা হয় 'সপ্তর্ষি'। এই নামে নামকরণ হয়েছে আকাশের সাত তারারও। ফলে বাজেটের লক্ষ্যমাত্রায় 'সপ্ত ঋষি'র উল্লেখ চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে এই মুহূর্তে।


আরও পড়ুন: Union Budget 2023: দীর্ঘতম ভাষণের মাঝে চুমুক দিতে হয়েছিল গ্লুকোজে, এ বার সংক্ষেপে বাজেট সারলেন নির্মলা


এ বারের বাজেটে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন নির্মলা। যেগুলি হল, উন্নয়নে সকলের অন্তর্ভুক্তি,  উন্নয়নের ঝাঁপি নিয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনো, পরিকাঠামো ও বিনিয়োগ, সম্ভাবনার উন্মোচন, প্রাকৃতিক সম্পদকে অক্ষুণ্ণ রেখেই অর্থনীতির উন্নয়ন, যুবশক্তি এবং অর্থনীতি। 


'অমৃতকালে' এই 'সপ্ত ঋষি'ই ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলে জানান নির্মলা। তিনি বলেন, "এই সাতটি বিষয়কে প্রাধান্য দেব আমরা। এরে একে অপরের পরিপূরক। সপ্ত ঋষির মতো অমৃত কালে আমাদের পথ দেখাবে।"


বাজেটে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন নির্মলা


দেশের উন্নয়নে সকলের অন্তর্ভুক্তির কথা বলতে গিয়ে এ দিন নির্মলা বলেন, "সবকা সাথ, সবকা বিকাশের দর্শন নিয়ে চলে আমাদের সরকার। কৃষক, অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, উপজাতি এবং অর্থনৈতিক ভাবে দুর্বল, দিব্যাঙ্গ-সহ সমাজের সব শ্রেণির মানুষকে উন্নয়নের শরিক করতে চাই আমরা।"


২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথা রেখে, চাকুরিজীবী থেকে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করেছেন নির্মলা সীতারমণ। বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার। জোর দেওয়া হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানে