নয়াদিল্লি: বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছিল পরিস্থিতি। চাপে পড়ে শেষমেশ আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র। তাই বাজেটে কৃষকদের আয়বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে মনে করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা (India Budget 2023)। কিন্তু বুধবার ২০২৩-’২৪-এর পূর্ণাঙ্গ বাজেটে কৃষির জন্য তেমন কোনও পদক্ষেপ করতে দেখা গেল না কেন্দ্রীয় সরকারকে (Famers Income)।
প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা আগেই গৃহীত হয়। করোনা পরবর্তী সময়ে কৃষিক্ষেত্রকে চাঙ্গা করতে হলে, সেই বরাদ্দ বাড়িয়ে বছরে ১২ হাজার করা প্রয়োজন বলে দাবি তুলছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এ দিন তেমন কোনও ঘোষণাই করলেন না নির্মলা। তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। বাজেটে ঘোষণা না হলেও, লোকসভা নির্বাচনের আগে, ডিসেম্বর নাগাদ এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে মত তাঁদের একাংশের। ভোটবাক্সের কথা মাথায় রেখেই এখন তেমন কোনও ঘোষণা হল না বলে মত তাঁদের।
বুধবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে কৃষিক্ষেত্রকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার কথা বলেন তিনি। কিন্তু তা কৃষকদের অবস্থার উন্নতি করার পক্ষে যথেষ্ট নয় বলে মত বিশেষজ্ঞদের। এ দিন নির্মলা জানান, কেন্দ্রীয় সরকার কম্পিউটার নিয়ন্ত্রিত ৬৩ হাজার প্রাইমারি ক্রেডিট সোসাইটি গড়ে তুলবে। তাতে ২ হাজার ৫১৬ কোটি টাকার বিনিয়োগ বরাদ্দ করা হবে, যাতে ঋণ, বিমা এবং বাজার সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে পৌঁছে যায়। কৃষকরা যাতে উৎপাদন বাড়াতে পারেন, তার জন্য পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ত্রিমুখী সংযোগ গড়ে তোলা হবে।
আরও পড়ুন: Budget 2023: আবাস যোজনায় বাজেটে বিপুল বরাদ্দ, বৃদ্ধি ৬৬%
এ দিন নির্মলা আরও জানান, পশুপালন এবং মৎস্যচাষের উপর বিশেষ জোর দেওয়া হবে। তার জন্য ৬ হাজার কোটির বিনিয়োগ বরাদ্দ করা হচ্ছে। ছোট এবং মাঝারি মাপের কৃষকদের জন্য সমবায় অর্থনৈতিক মডেলের কথা ভাবছে সরকার। জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। তাকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে বিকেন্দ্রীকরমের মাধ্যমে ফসল মজুত রাখার ব্যবস্থা করা হবে, যাতে উপযুক্ত সময়ে, ন্যায্য় মূল্যে ফসল বিক্রি করতে পারেন কৃষকরা। কৃষকরা যাতে বাজারে শস্য পৌঁছে দিতে পারেন, তা নিশ্চিত করবে সমবায়গুলি।
এ ছাড়াও, কৃষকদের উন্নত প্রযুক্তি এবং ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত করার কথা বলেন নির্মলা। কৃষিক্ষেত্রে স্টার্টআপেও জোর দেবে সরকার।