Buy Gold Online: অনলাইনে ১ টাকাতেও কিনতে পারেন সোনা, কীভাবে, জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2021 01:43 PM (IST)
আপস্টক্সের ডিজিটাল গোল্ডকে শংসাপত্র দিয়েছে Bureau of Indian Standards বা BIS।
NEXT
PREV
নয়াদিল্লি: এবার থেকে ১ টাকাতেও কেনা যাবে সোনা। এমনই ব্যবস্থা করেছে ডিজিটাল ব্রোকারেজ ফার্ম আপস্টক্স (Upstox) বা আরকেএসভি সিকিউরিটিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার তারা একটি ডিজিটাল গোল্ড বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে সোনার দাম শুরু হচ্ছে ১ টাকা থেকে।
আপস্টক্স পার্টনার করেছে আগমন্ট নামে একটি ইন্টিগ্রেটেড প্রেশাস মেটালস ম্যানেজমেন্ট সংস্থাকে। এদের কাজ ১ টাকা মূল্য থেকে শুরু করে ডিজিটাল গোল্ড ক্রেতাদের কাছে বিক্রি করা। আপস্টক্স বলেছে, তাদের ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মে ক্রেতারা ২৪ ক্যারাট খাঁটি ডিজিটাল সোনা বাজারদরে কিনতে পারবেন। এই সোনা সত্যি সত্যি সোনার কয়েন বা বারে রূপান্তরিত করা সম্ভব, ভল্টে রাখাও যেতে পারে। কোম্পানির সিইও ও সহ প্রতিষ্ঠাতা রবি কুমার বলেছেন, সোনার মূল্য সকলের কাছে আলাদা। এটি যেমন সম্পদের চিহ্ন, তেমনই বিনিয়োগের জন্য সব থেকে নিরাপদ জায়গা। মানুষ যাতে শেয়ার, মিউচুয়াল ফান্ড, আইপিও, এনএফও ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি ডিজিটাল গোল্ডের সুবিধেও নিতে পারেন তাই তাঁরা এই ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন।
আপস্টক্সের ডিজিটাল গোল্ডকে শংসাপত্র দিয়েছে Bureau of Indian Standards বা BIS।
এখানে লেনদেনের ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল, ক্রেতারা এখান থেকে সহজেই সোনা কিনতে যেমন পারবেন, তেমনই কিছুদিনের মধ্যে এমন ব্যবস্থা করা হচ্ছে, যাতে তাঁরা ডিজিটাল সোনাকে প্রকৃত সোনার মুদ্রায় পরিণত করার সুযোগ পাবেন, ভারতের যে কোনও প্রান্তে তা ডেলিভারি করা হবে। এমনকী ০.১ গ্রাম ওজনের সোনাও ডেলিভারি করা হবে, সঙ্গে থাকবে ফ্রি ট্রানজিট ইনস্যুরেন্স।
আপস্টক্সে খুব সহজে ডিজিটাল গোল্ড বিক্রিও করতে পারবেন আপনি। শুধু যে পরিমাণ সোনা আপনি বিক্রি করতে চান, তার ওজনটা গ্রামে উল্লেখ করুন অথবা বিনিময়ে যে অর্থ পেতে চান, সেটা জানান। তারপর দরকারী অন্যান্য তথ্য দিয়ে লেনদেন শেষ করুন। ২ বিজনেস ডের মধ্যেই ওই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। সোনা কেনার ৫ দিন পর থেকে যে কোনও সময় ইচ্ছেমত কেনা সোনা আপনি বিক্রি করতে পারবেন।
নয়াদিল্লি: এবার থেকে ১ টাকাতেও কেনা যাবে সোনা। এমনই ব্যবস্থা করেছে ডিজিটাল ব্রোকারেজ ফার্ম আপস্টক্স (Upstox) বা আরকেএসভি সিকিউরিটিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার তারা একটি ডিজিটাল গোল্ড বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে সোনার দাম শুরু হচ্ছে ১ টাকা থেকে।
আপস্টক্স পার্টনার করেছে আগমন্ট নামে একটি ইন্টিগ্রেটেড প্রেশাস মেটালস ম্যানেজমেন্ট সংস্থাকে। এদের কাজ ১ টাকা মূল্য থেকে শুরু করে ডিজিটাল গোল্ড ক্রেতাদের কাছে বিক্রি করা। আপস্টক্স বলেছে, তাদের ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মে ক্রেতারা ২৪ ক্যারাট খাঁটি ডিজিটাল সোনা বাজারদরে কিনতে পারবেন। এই সোনা সত্যি সত্যি সোনার কয়েন বা বারে রূপান্তরিত করা সম্ভব, ভল্টে রাখাও যেতে পারে। কোম্পানির সিইও ও সহ প্রতিষ্ঠাতা রবি কুমার বলেছেন, সোনার মূল্য সকলের কাছে আলাদা। এটি যেমন সম্পদের চিহ্ন, তেমনই বিনিয়োগের জন্য সব থেকে নিরাপদ জায়গা। মানুষ যাতে শেয়ার, মিউচুয়াল ফান্ড, আইপিও, এনএফও ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি ডিজিটাল গোল্ডের সুবিধেও নিতে পারেন তাই তাঁরা এই ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন।
আপস্টক্সের ডিজিটাল গোল্ডকে শংসাপত্র দিয়েছে Bureau of Indian Standards বা BIS।
এখানে লেনদেনের ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল, ক্রেতারা এখান থেকে সহজেই সোনা কিনতে যেমন পারবেন, তেমনই কিছুদিনের মধ্যে এমন ব্যবস্থা করা হচ্ছে, যাতে তাঁরা ডিজিটাল সোনাকে প্রকৃত সোনার মুদ্রায় পরিণত করার সুযোগ পাবেন, ভারতের যে কোনও প্রান্তে তা ডেলিভারি করা হবে। এমনকী ০.১ গ্রাম ওজনের সোনাও ডেলিভারি করা হবে, সঙ্গে থাকবে ফ্রি ট্রানজিট ইনস্যুরেন্স।
আপস্টক্সে খুব সহজে ডিজিটাল গোল্ড বিক্রিও করতে পারবেন আপনি। শুধু যে পরিমাণ সোনা আপনি বিক্রি করতে চান, তার ওজনটা গ্রামে উল্লেখ করুন অথবা বিনিময়ে যে অর্থ পেতে চান, সেটা জানান। তারপর দরকারী অন্যান্য তথ্য দিয়ে লেনদেন শেষ করুন। ২ বিজনেস ডের মধ্যেই ওই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। সোনা কেনার ৫ দিন পর থেকে যে কোনও সময় ইচ্ছেমত কেনা সোনা আপনি বিক্রি করতে পারবেন।
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -