নয়াদিল্লি: দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়ায় ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।


গত ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন ওয়ার্কার-- যেমন পুলিশ, সশস্ত্র বাহিনী ও পুরসভার কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।


গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি জানিয়েছিলেন, কী ভাবে কোন কোন পর্যায়ে কারা ভ্যাকসিন গ্রহণ করবেন। সেই অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।


এরপর, পঞ্চাশোর্ধ্ব রাজনীতিবিদদের টিকাকরণ পরের (তৃতীয়) পর্যায়ে হবে। চতুর্থ পর্যায়ে টিকাকরণ হবে তাঁদের, যাঁদের বয়স ৫০-এর নীচে, কিন্তু শরীরে কো-মর্বিডিটি রয়েছে।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৮৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ১০ হাজার ৮৮৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার ৭০৬ জন।


দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েছে।  সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।


গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৬২। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২২৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮২৩।


গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ১৯ হাজার ৯৬৫। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১৬ হাজার ৯৮৮। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক মৃত্যুতে আজ ষষ্ঠ স্থানে বাংলা।  রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।  প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৯ জনের।


অন্যদিকে, বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। তবে এর পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে।


করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২০ লক্ষ ৭১ হাজার ৭৪২ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৬৭ লক্ষ ৮২ হাজার ৭৩৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৩ লক্ষ ২ হাজার ২১২ জন।


বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৬৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ৬৬৯।