নয়াদিল্লি: মোবাইল, ল্যাপটপে একাধিপত্যের পর এবার ভারতের গাড়ি বাজারে ঢুকে পড়ল চিন। দেশের বাজারে e6 MPV আনল BYD। মূলত, চিনে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি তৈরির জন্য বিখ্যাত এই কোম্পানি।
BYD Electric MPV e6-এর ব্যাটারি ক্ষমতা: কোম্পানির নতুন এই গাড়িতে রয়েছে ৭১.৭ কিলোওয়াটের ব্লেড ব্যাটারি। যা শহরে ৫২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। পাশাপাশি সিঙ্গল চার্জে WLTC (combined)-এ ৪২০ কিলোমিটার রেঞ্জ দেবে এই গাড়ি। কোম্পানির দাবি অনুসারে, দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে সবথেকে বেশি রেঞ্জ দেবে এই কোম্পানি। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে দৌঁড়নোর ক্ষমতা রাখে এই গাড়ি।
৭০ কিলো ওয়াটের ইলেকট্রিক মোটরে রয়েছে ১৮০ নিউটন মিটার টর্ক। সবথেকে বড় বিষয়, এই গাড়িতে রয়েছে AC ও DC ফাস্ট চার্জিংয়ের সুবিধা। গাড়িতে DC ফাস্ট চার্জিংয়ে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩৫ মিনিট। অন্তত তেমনই দাবি করছে BYD। এখন কেবল, দিল্লি, এনসিআর, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, আমদাবাদ, কোচি ও চেন্নাইতে পাওয়া যাবে এই চিনা কোম্পানির ইলেকট্রিক এমপিভি।
BYD Electric MPV e6-এর কেবিন : গাড়ির কেবিনে রয়েছে ১০.১ ইঞ্চির মুভেবল টাচস্ক্রিন। এয়ার ফিল্টারের সুবিধা রয়েছে এই ফ্যামিলি কার-এ। এখানেই শেষ নয়। রেয়ার ভিউ ক্যামেরা ছাড়াও গাড়িতে রয়েছে 'স্পিড সেন্সিং অটোমেটিক লকিং'। চালক যাতে নিয়ন্ত্রণরেখা পার না করে তাই দেওয়া হয়েছে 'ডিসস্ট্যান্স স্কেল লাইন সেন্সর'-এর সুবিধা।
BYD Electric MPV e6-এর দাম: ৩ বছর অথবা ১,২৫,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে গাড়ির। ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছর অথবা ৫ লক্ষ কিলোমিটার। পাশাপাশি ট্র্যাকশন মোটর ওয়ারেন্টি ৮ বছর অথবা ১,৫০,০০০ কিলোমিটার দিয়েছে কোম্পানি। গাড়ির দাম রাখা হয়েছে ২৯,৬০,০০০ টাকা। তবে দেশের নির্দিষ্ট শহরেই পাওয়া যাবে এই গাড়ি।
আরও পড়ুন : 2021 New Audi Q5 Review: প্রিমিয়াম লুকসের সঙ্গে দমদার পারফরম্যান্স, বিলাসবহুল গাড়ির সেরা কম্বিনেশন Audi Q5
আরও পড়ুন Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা
আরও পড়ুন : Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি