Salary News: দীপাবলির (Diwali 2023) আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের (Pension) বড় উপহার দিল মোদি সরকার (Modi Govt)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance Hike)  বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছে গেল।


মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে
আজ 18 অক্টোবর বুধবার এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সাথে দেওয়া হতে পারে।


দীপাবলির আগে নবরাত্রিতে উপহার 
১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে নবরাত্রি। 24শে অক্টোবর দশেরা। 12 নভেম্বর দীপাবলি। উৎসবের এই মরসুমে মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।


মুদ্রাস্ফীতি থেকে মুক্তি মিলবে
মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা মূল্যস্ফীতি থেকে বড় ধরনের স্বস্তি পাবেন। সাম্প্রতিক সময়ে খাদ্য মূল্যস্ফীতি তীব্র বৃদ্ধি পেয়েছে। তবে সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার কমেছে ৫.০২ শতাংশ, যা আগস্টে ছিল ৬.৮৩ শতাংশ। এর আগে 2023 সালের জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার 7.44 শতাংশে পৌঁছেছিল। খাদ্য মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে নেমে এসেছে ৬.৫৬ শতাংশে যা আগস্টে ছিল ৯.৯৪ শতাংশ। কিন্তু গম, চাল, অড়হর ডাল ও চিনির দাম সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। যে কারণে রান্নাঘরের বাজেট বেড়েছে। এমতাবস্থায় মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে আপাত স্বস্তি পাবেন সরকারি কর্মীরা। 


Bonus 2023 : দীপাবলিতে কেন্দ্রীয় কর্মীদের বড় উপহার দিল মোদি সরকার। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দীপাবলি উপলক্ষে বোনাস ঘোষণা করেছে সরকার। এর আওতায় গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীরা ৩০ দিনের বেতনের সমান টাকা পাবেন।


অর্থ মন্ত্রক দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (অ্যাড-হক বোনাস) দেওয়ার ঘোষণা করেছে। নন-গেজেটেড কর্মচারী (নন গেজেটেড এমপ্লয়িজ) যারা কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-এর অধীনে পড়েন, যারা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই, তাদেরও এই বোনাস দেওয়া হবে। অ্যাডহক বোনাসের সুবিধা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীরাও পাবেন।


Diwali Bonus 2023 : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলির বোনাস ঘোষণা