Telecom News: টেলিকম সেক্টরে বড় সিদ্ধান্ত নিল সরকার। সাইবার জালিয়াতি (Cyber Crime) রুখতে এবার কল ফরওয়ার্ডিং (Call Forwarding) সুবিধা বন্ধ করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই সব টেলিকম সংস্থাকে  এই নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ (Tele Communications) দফতর । এই তারিখ থেকে আর পাবেন না সুবিধা। 


Call Forwarding: টেলিযোগাযোগ বিভাগ কী বলছে
টেলিকমিউনিকেশন বিভাগের এই নির্দেশ USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং এর জন্য। বিভাগটি টেলিকম সংস্থাগুলিকে 15 এপ্রিল থেকে USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং বন্ধ করতে বলেছে। এছাড়াও সরকার কোম্পানিগুলিকে কল ফরওয়ার্ডিংয়ের সুবিধার জন্য বিকল্প ব্যবস্থা করতে বলেছে।


USSD ভিত্তিক পরিষেবা কী ?
USSD ভিত্তিক পরিষেবার আওতায় গ্রাহকরা অনেক সুবিধা পান। যার মধ্যে কল ফরওয়ার্ডিং সুবিধাও রয়েছে। এছাড়াও আইএমইআই নম্বর চেক করা থেকে ব্যালেন্স চেক করা পর্যন্ত অনেক কাজ USSD-এর মাধ্যমে করা হয়। এই পরিষেবাগুলিতে গ্রাহককে তার ফোন থেকে সক্রিয় কোড ডায়াল করতে হবে। অ্যাক্টিভ কোড হল হ্যাশট্যাগ এবং স্টারের মতো চিহ্ন এবং সংখ্যার একটি কম্বিনেশন।


Call Forwarding: সাইবার জালিয়াতিতে ব্যবহারের সম্ভাবনা
কেন এই সিদ্ধান্ত নিতে নিয়েছে সরকার। টেলি যোগাযোগ মন্ত্রক আশঙ্কা করছে,  ফোন-সম্পর্কিত সাইবার জালিয়াতি এবং সাইবার অপরাধের ক্ষেত্রে USSD পরিষেবার অপব্যবহার করা হচ্ছে। এই কারণে সরকার 15 এপ্রিল থেকে USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং পরিষেবাগুলি বন্ধ করতে বলেছে৷ আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি পরিষেবা ডেটা অর্থাৎ USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং পরিষেবাগুলিকে *401# পরিষেবাও বলা হয়৷


আবার চালু করতে হবে এই পরিষেবা
সরকারের নির্দেশনা অনুসরণ করে, USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং সুবিধা 15 এপ্রিল থেকে বন্ধ করা হবে। সরকার টেলিকম সংস্থাগুলিকে বলেছে যে তারা গ্রাহকদের কল ফরওয়ার্ডিং সুবিধা পুনরায় সক্রিয় করার বিকল্প সার্ভিস চালু করতে পারে।


Call Forwarding: যেসব গ্রাহক বর্তমানে তাদের ফোনে ইউএসএসডি কল ফরওয়ার্ডিং সুবিধা চালু করেছেন তাদের 15 এপ্রিলের পরে পরিষেবাটি পুনরায় সক্রিয় করতে কোম্পানিগুলি বলবে। এর জন্য, গ্রাহকদের ইউএসএসডি ছাড়া অন্য বিকল্পগুলি দেওয়া হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কল ফরওয়ার্ডিং সুবিধা চালু না করা নিশ্চিত করতে কোম্পানিগুলোকে বলা হয়েছে। মূলত, সাইবার ক্রাইমের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ বিভাগ। ১৫ এপ্রিল থেকেই পাবেন না আর কল ফরোয়ার্ডিং সুবিধা।


Bank News: আজ কি ব্যাঙ্ক খোলা ? ৩০ -৩১ মার্চ খোলা থাকবে এই ব্যাঙ্কগুলি, রইল তালিকা