সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: এক দশকেরও বেশি সময় ধরে দুজনের মধ্যে ভাল সম্পর্ক, কিন্তু দুজনেই এখন প্রতিদ্বন্দ্বী। আর তাই দুজনেরই মুখে এখন শুধু 'লড়াই' এর কথা। জমি না ছাড়ার বার্তা। ঘটনাটি 'মেদিনীপুর' লোকসভা কেন্দ্রের (Midnapore Lok Sabha Constituency) । এই কেন্দ্রের দুই যুযুধান প্রার্থীর মধ্যে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভাল সম্পর্ক। কিন্তু তাদের এই সম্পর্ক থাকলেও বর্তমানে তারা একই লোকসভা কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী।


একজন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জুন মালিয়া, অন্যজন আসানসোলের বিধায়ক তথা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর দুজনের মুখেই এখন 'যুদ্ধক্ষেত্র' আর 'লড়াই' এর কথা। কারওর লড়াই নিষ্কণ্টক নয়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থীকে নিয়ে যেমন মেদিনীপুর শহরের একাংশ নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তেমন বিজেপির গতবারের সাংসদ দিলীপ ঘোষকে প্রার্থী না করায় বিজেপির একাংশ মোটেও খুশি নয়। তবে দুজনেই নিয়মিত প্রচার চালাচ্ছেন দিনভোর। 'কেউ কাউকে জমি ছাড়বেন না', বলেও জানিয়ে দিলেন ক্যামেরার সামনে। তবে ভোটের প্রচারে কোনও দিন দেখা হয়ে যেতেই পারে দু’জনের। মুখোমুখি হলে একে অন্যকে এই প্রশ্ন করবেন কিনা, তা অবশ্য জানা নেই। তবে ভোটের ময়দানে কু-কথার ভিড়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অন্যরকম দৃষ্টান্ত রাখছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।


মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন,ওকে আমি অগ্নি বলি, কারণ ও অনেকদিনের বন্ধু আমার। অগ্নিমিত্রাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।অপরদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্র  বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেছেন, বন্ধুত্ব অবশ্যই। বহুদিন উনি আমার পরিচিত। দু’জনের বন্ধুত্ব নয়-নয় করে এক দশকেরও বেশি পুরনো। দু’জনেই সেলিব্রিটি। একজন রুপোলি পর্দা ছেড়ে পা রেখেছেন রাজনীতির আঙিনায়। আরেকজন ফ্যাশন জগৎ ছেড়ে পুরোদস্তুর রাজনীতিক হয়ে উঠেছেন।জুন মালিয়া ও অগ্নিমিত্রা পাল , দু’জনেই বিধায়ক ছিলেন। এবার লোকসভা ভোটে দুই বন্ধু একে অন্যের প্রতিপক্ষ। দুই প্রার্থীই বলছেন, লড়াই ব্যক্তিগত নয়, ভোটের ময়দানে তাঁরা দুই দলের সৈনিক। 


আরও পড়ুন, সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক, কমিশনে নালিশ বিজেপির


জুন মালিয়া বলেন, 'অনেকদিন ধরে ওকে আমি জানি, চিনি, আমার বান্ধবী ছিল। তবে যুদ্ধের ময়দানে তো আমরা এখন অপোনেন্টস। লড়াই হবে।'বৃহস্পতিবার কেশিয়াড়ি বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে পুরনো বন্ধুকে বার্তা দিয়েছেন জুন মালিয়া। শুক্রবার শালবনি বিধানসভা এলাকায় জনসংযোগে গিয়ে পাল্টা সৌজন্য দেখিয়েছেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল বলেছেন, 'বন্ধুত্ব বন্ধুত্বর জায়গায়। এটা যুদ্ধ। রণক্ষেত্রে কোনও বন্ধু নেই,কোনও পরিজন নেই। কোনও ভালবাসার মানুষ নেই। দুর্যোধনপাণ্ডবদের বলেছিল না, বিনাযুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। আমি তৃণমূল এবং তৃণমূল নেতাদের বলছি, বিনাযুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। আপনি MLA হন, আপনি বড় নেতা হন TMC’র, আপনি যাই হোন, যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে দেখা হবে।'