EMI : গাড়ি (Car Loan) বা বাড়ির ঋণ (Home Loan) নিতে হলে কিছুদিন অপেক্ষা করে যান। আপনার জন্য আসতে পারে সুখবর। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি সংক্রান্ত সভায় (RBI MPC Meeting) এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রেপো রেট কামাতে পারে রিজার্ভ ব্যাঙ্কগাড়ি ঋণ হোক বা গৃহঋণ এই সবের উপর আপনার EMI কমতে পারে শীঘ্রই। মনে করা হচ্ছে, মুদ্রাস্ফীতি ৪ শতাংশের লক্ষ্যমাত্রার নীচে থাকার কারণে, RBI শুক্রবার আবারও ০.২৫ শতাংশ হার কমাতে পারে। গত ছয় মাসে RBI দুবার রেপো রেট কমিয়ে ৬ শতাংশে নিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে আগামী ৬ জুনের সভায় আরও একটি বড় সিদ্ধান্ত প্রত্যাশিত।
রেপো রেট কমানোর আশা করা হচ্ছেআসলে, RBI-এর মুদ্রানীতি কমিটি (MPC) ৪ থেকে ৬ জুনের মধ্যে বৈঠক করতে চলেছে। RBI এর আগে ফেব্রুয়ারি তারপরে এপ্রিলে রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়েছিল। মনে করা হচ্ছে, মার্কিন আমদানি শুল্ক বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী অনিশ্চয়তা তৈরি হওয়া সত্ত্বেও ভারতীয় GDP-তে ধাক্কা লাগবে না। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে ছয় সদস্যের মুদ্রা বিষয়ক কমিটি MPC আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।
বিশেষজ্ঞরা কী বলছেন?বাজার বিশেষজ্ঞরা আরবিআইয়ের বৈঠকের দিকে খুব আশার আলো দেখছেন। ব্যাংক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সাবনাভিস বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় ও আরবিআইয়ের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাজারে নগদের পরিস্থিতি খুব ভাল অবস্থায় রয়েছে, যে কারণে এমপিসি ৬ জুন রেপো রেট ০.২৫ শতাংশ কমাতে পারে।
এই বিষয়ে রেটিং এজেন্সি আইসিআরএ-এর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেছেন, চলতি আর্থিক বছরের বেশিরভাগ সময় সিপিআই (উপভোক্তা মূল্য সূচক) মুদ্রাস্ফীতি ৪ শতাংশে থাকার আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে রেপো রেট ০.২৫ শতাংশ কমানোর আশা করা হচ্ছে। তারপরে দুটি নীতি পর্যালোচনায় আরও দু-বার রেট কমানোর কথা রয়েছে। এর ফলে টোটাল অর্থবর্ষের শেষে রেপো রেট ৫.২৫ শতাংশ হয়ে যাবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)