Car Parking Update News: ভুল জায়গায় পার্কিং করলে দিতে হবে ১০০০ টাকা জরিমানা। ট্রাফিকের কাছে নিয়ম ভাঙার ছবি পাঠালে পাওয়া যাবে ৫০০ টাকা। এমনই নতুন ট্রাফিক আইন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি নতুন ট্রাফিক আইনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি।


Traffic New Rules: ভুল ধরলেই ৫০০ টাকা পুরস্কার !
এমনিতেই যানজটের কারণে ভারতের রাস্তায় নিত্যদিন গতি কমে যায় যানবাহনের। এরজন্য অনেকটাই দায়ী পার্কিংয়ের নিয়মভঙ্গকারী কিছু ব্যক্তি। প্রতিদিনই বেআইনিভাবে যেকোনও জায়গায় গাড়ি পার্ক করে চলে যান তারা। পরবর্তী সময়ে যার মাসুল গুণতে হয় অন্যান্য গাড়ির চালক ও যাত্রীদের। সেই কারণেই এই নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, যদি কেউ রাস্তায় ভুলভাবে গাড়ি পার্ক করে, তাহলে সেই গাড়ির ছবি পাঠালে 500 টাকা পুরস্কার পাওয়া যাবে। পাশাপাশি গাড়ির মালিককেও 1000 টাকা জরিমানা করা হবে। সরকার এই বিষয়ে একটি আইন করতে যাচ্ছে।


Parking Update News: কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ?
সম্প্রতি একটি কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, ''আমি রাস্তায় ভুলভাবে পার্ক করা যানবাহন প্রথা বন্ধ করার জন্য একটি আইন আনার কথা ভাবছি।'' মন্ত্রীর মতে, গাড়ির মালিকরা তাদের যানবাহনের জন্য পার্কিংয়ের জায়গা তৈরি করেন না। তারা তাদের যানবাহনগুলি রাস্তায় ভুলভাবে পার্ক করে রাখেন। যা ট্রাফিক সমস্যা তৈরি করে। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন মন্ত্রী। তিনি জানান, নাগপুরে নিজের বাড়িতে ১২টি গাড়ি পার্ক করার ব্যবস্থা করেছেন তিনি। তাঁর বাড়িতে চারজন সদস্যের ৬টি গাড়ি 
রয়েছে। কিন্তু তিনি কখনোই নিজের গাড়ি রাস্তায় পার্ক করেন না। 


আরও পড়ুন : 2022 Hyundai Venue: লঞ্চেই ধামাকা ! নেক্সন-সনেটের তুলনায় কতটা এগিয়ে হুন্ডাই ভেন্যু