Cars with 6 airbags: বদলে গিয়েছে দেশের গাড়ি বাজার। ক্রেতাদের সুরক্ষায় এখন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেও ৬টি এয়ারব্যাগ দিচ্ছে কিছু গাড়ি। ফলে আগামী দিনেও সব গাড়িতে এই ধরনের যাত্রী সুরক্ষা চাইছে ক্রেতা। দেখে নেওয়া যাক, ভারতের গাড়ি বাজারে কোন-কোন কোম্পানি দিচ্ছে ৬টি এয়ারব্যাগের সুরক্ষা।


Hyundai i20
Hyundai i20-র Asta ভ্যারিয়েন্টে ৬টি এয়ারব্যাগ পাওয়া যায়। যার দাম ৯.৫ লক্ষ টাকা। i20 হল একটি প্রিমিয়াম হ্যাচব্যাক যার মধ্যে একটি সানরুফ ও আরও অনেক বিলাসবহুল বৈশিষ্ট্য রয়েছে। তবে অন্যান্য কিছু সাশ্রয়ী মূল্যের হুন্ডাই গাড়ি যেমন Nios বা Aura-তে ৬টি এয়ারব্যাগ পাবেন না আপনি। 


Hyundai Venue
ভেন্যু হল একটি সাবকমপ্যাক্ট SUV। যাতে আপনি ৬টি এয়ারব্যাগ পাবেন। ভেন্যু এটির SX ট্রিম থেকে এটি অফার করে। গাড়িতে ডিজেল ও পেট্রোল দুই ইঞ্জিনের বিকল্প রয়েছে। এতে একটি টার্বো পেট্রোল সহ DCT স্বয়ংক্রিয় গিয়ারবক্সও পাবেন। ভেন্যু হল হাতেগোনা সাবকমপ্যাক্ট SUV-এর মধ্যে একটি যা ৬টি এয়ারব্যাগ অফার করে। ৬টি এয়ারব্যাগ যুক্ত এই ভেন্যু মডলের দাম ১১,৩ লক্ষ টাকা।


Hyundai Verna
মাঝারি আকারের সেডানে এই ৬টি এয়ারব্যাগের অপশন দিচ্ছে ভার্না। এর SX ট্রিমে ৬টি এয়ারব্যাগ পাওয়া যায়। Verna-তে পেট্রলের পাশাপাশি ডিজেল ইঞ্জিনের অপশনও রয়েছে। এই ডিজেল ইঞ্জিনযুক্ত ভার্নাতে একটি টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়। 6টি এয়ারব্যাগ সহ ভার্না কিনতে আপনাকে ১১.১ লাখ টাকা দিতে হবে।


Honda City
নতুন প্রজন্মের Honda City তার টপ-এন্ড মডেলে ৬টি এয়ারব্যাগ অফার করে। ১৫ লাখের নিচে পেয়ে যাবেন এই গাড়ি। সিটি ভিএক্স মডেলে পাওয়া যায় ৬টি এয়ারব্যাগের অপশন। নতুন Honda City ডিজেল ও পেট্রল ইঞ্জিন উভয় বিকল্প অফার করে। তবে পেট্রোল ইঞ্জিন একটি CVT স্বয়ংক্রিয় গিয়ারবক্সের অপশন দেয়।


Kia Sonet
Sonet হল Kia-র সবচেয়ে কম দামি গাড়ি। এই সাবকমপ্যাক্ট SUV-র GTX+ ট্রিমে ৬টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে৷ Sonet একটি টার্বো পেট্রল ইউনিট সহ দুটি পেট্রল ইঞ্জিনের সাথে পাওয়া যায়। আপনি এই গাড়ি একটি ডিজেল ইঞ্জিনের সাথেও পেতে পারেন৷ Sonet-এর উভয় ইঞ্জিনের সাথেই ম্যানুয়াল/স্বয়ংক্রিয় বিকল্প পাবেন। ৬টি এয়ারব্যাগ সহ সনেট কেবল টপ-এন্ড ভ্যারিয়েন্টের সঙ্গে পাওয়া যায়। এর দাম ১২.৩ লক্ষ টাকা।


Kia Carens
আগামী কয়েকদিনের মধ্যে দেশের বাজারে লঞ্চ হতে চলেছে Carens। আমরা এটি এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি, কারণ এই গাড়ির স্ট্যান্ডার্ড মডেল থেকেই রয়েছে ৬টি এয়ারব্যাগের অপশন। হ্যাঁ, এটিই একমাত্র গাড়ি যা ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড মডলে থেকেই অফার করে।  Carens-এ দুটি পেট্রোল ইঞ্জিন ও একটি ডিজেল পাওয়া যাবে। এ ছাড়াও ১.৪ লিটার টার্বো পেট্রলের সাথে অটোমেটিক অপশন নিয়ে লঞ্চ করবে গাড়ি৷


MG Astor
Astor প্রায় ১৫ লক্ষ টাকার গাড়ির শ্রেণিতে আসে। যার শার্প ট্রিমে ৬টি এয়ারব্যাগ রয়েছে। Astor হল MG-এর একটি কমপ্যাক্ট SUV যাতে সুরক্ষার পাশাপাশি বহু ফিচার দিয়েছে কোম্পানি। তবে বেশিরভাগ গাড়ির মতো এই গাড়ির টপ ভ্যারিয়েন্টে পাওয়া যায় ৬টি এয়ারব্যাগ। যার দাম ১৪.২৮ লাখ টাকা। 


Mahindra XUV300
XUV300-এ রয়েছে ৭টি এয়ারব্যাগ। যা স্বাভাবিকভাবেই সবচেয়ে নিরাপদ SUVগুলির মধ্যে একটি। XUV300 W8 ট্রিমের জন্য এই সুরক্ষা দেওয়া হয়েছে। XUV300 বর্তমান মোট সাইড ও ফ্রন্ট এয়ারব্যাগের সাথে ড্রাইভার 'নি-এয়ারব্যাগ' যোগ করে ৭টি এয়ারব্যাগের অপশন দেয়।