এ বার বিজেপি ছাড়লেন টলিউড (Tollywood) অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোশাল মিডিয়ায় বিজেপি-ত্যাগের (BJP) কথা ঘোষণা। বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে বিজেপিতে যোগ দেন বনি।
রাজনীতিতে বনির আর মন টিকছে না বলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। সোমবার তাতে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। টুইটারে তিনি লেখেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই যে, আজ থেকে বিজেপি-র সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হল। প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি। বাংলার মানুষ এবং বাংলা চলচ্চিত্র জগৎকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তাতেও কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না আমি।’
আরও পড়ুন: School Reopening : সরকার স্কুল খোলার পক্ষে, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, জানালেন শিক্ষামন্ত্রী
গত বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকাই বিজেপি-তে যোগ দেন বনি। অভিনেতা হিসেবে মাত্র কয়েক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েই রাজনীতিতে পদার্পণের তাঁর এই সিদ্ধান্তে অনেকেই অবাক হন। তবে তার চেয়েও বেশি অবাক হন মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) ঠিক উল্টোপথে হাঁটার সিদ্ধান্তে। বাংলার সংস্কৃতির পরিপন্থী বিজেপি-র বিরুদ্ধে তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকতে চান বলে জোড়াফুল শিবিরে যোগ দেন পিয়া এবং কৌশানী। তাই বনির বিজেপি-তে যোগ দেওয়ায় হতবাক হন সকলে।
ভোটের আগে বিজেপি-র তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রাজীব বন্দ্য়োপাধ্যায়ের হাত থেকে পদ্ম পতাকা নিয়েছিলেন বনি। বিজেপি-র মঞ্চে দাঁড়িয়ে সকলের সঙ্গে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও দিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ভোট মেটার পর থেকে গেরুয়া শিবিরে বনিকে আর তেমন সক্রিয় থাকতে দেখা যায়নি। তাঁকে পদ্মশিবিরে নিয়ে যাওয়া রাজীবও ইতিমধ্যেই তৃণমূলে ফিরে এসেছেন। এ বার বিজেপি ছেড়ে বেরিয়ে এলেন বনিও।
বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বনির প্রেমিকা কৌশানী। সেখানে বিজেপি-র প্রার্থী মুকুল রায়ের কাছে পরাজিত হন তিনি। ইতিমধ্যে মুকুলও তৃণমূলে ফিরেছেন।