Central Govt Employee Leave: কেন্দ্র সরকারি কর্মীরা এবার থেকে বাড়তি ৩০ দিনের ছুটি পাবেন ব্যক্তিগত কারণের জন্য, আর এর মধ্যে অন্যতম হল বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করা। কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার ২৪ জুলাই। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। বাবা-মায়েদের চিকিৎসা ও দেখাশোনার জন্য এই ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শুধু তাই নয়, এই আর্নড লিভের পাশাপাশি জিতেন্দ্র সিং জানান যে কেন্দ্র সরকারি কর্মীরা বছরে ২০ দিনের অর্ধবেতন ছুটি, ৮ দিনের ক্যাজুয়াল লিভ, আর ২টি রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে ছুটি পাওয়ার যোগ্য হবেন। বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করার জন্য আইনে কোনও বিধান আছে কিনা এই প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এদিন এই তথ্য জানান কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
সেন্ট্রাল সার্ভিসেস (লিভ) রুলস ১৯৭২ অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অন্যান্য যোগ্য ছুটি ছাড়াও ৩০ দিনের আর্নড লিভ, ২০ দিনের অর্ধ-বেতনের ছুটি, ৮ দিনের ক্যাজুয়াল লিভ, বছরে দুটি ছুটির ব্যবস্থা রয়েছে, যা বয়স্ক বাবা-মায়েদের দেখাশোনা করা সহ যে কোনও ব্যক্তিগত কারণে নেওয়া যেতে পারে।
১৯৭২ সালের সিসিএস লিভ আইনে কী রয়েছে
১৯৭২ সালের ১ জুন কার্যকর হওয়া কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (লিভ) বিধিমালা বেশিরভাগ সরকারি কর্মীর ছুটি নিয়ন্ত্রণ করে। রেলওয়ে কর্মী এবং সর্বভারতীয় পরিষেবার সদস্য যারা পৃথক নিয়ম অনুসরণ করে, তাদের ছাড়া এই নিয়ম সকলের জন্য কার্যকর হয়।
বিভিন্ন ধরনের ছুটি দেওয়া হয়
চাকরির নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের ছুটি রয়েছে। যেমন আর্নড লিভ, হাফ-ডে লিভ, কমিউটেড লিভ, লিভ নট ডিউ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, ম্যাটারনিটি লিভ, প্যাটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ, স্টাডি লিভ, স্পেশাল ডিসেবিলিটি লিভ, সেমেন্স সিক লিভ, হসপিটাল লিভ, ডিপার্টমেন্টাল লিভ ইত্যাদি।
প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই একজন সরকারি কর্মীর ছুটির হিসেবে অগ্রিম ছুটি জমা হয়ে থাকে। ছুটি নেওয়ার সময় তা কেটে নেওয়া হয়। কিছু বিশেষ ধরনের ছুটি অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হয় না। এগুলি ছাড়াও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্বাহী নির্দেশিকার মাধ্যমে ক্যাজুয়াল লিভ, রেস্ট্রিক্টেড হলিডে, কম্পেন্সেটারি লিভ, স্পেশাল ক্যাজুয়াল লিভ পরিচালিত হয় কেন্দ্র সরকারি কর্মীদের জন্য।