সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের ভাসিতে খুন রাজ্যের পরিযায়ী শ্রমিক ! ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকির দেহ উদ্ধার করা হয়েছে। খুনের অভিযোগ ধৃত মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। 

Continues below advertisement

আরও পড়ুন, নিম্নচাপের মাঝেই অমাবস্যার কোটাল, উত্তাল নদী ও সমুদ্র, গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেল উত্তরপ্রদেশের বাসিন্দা !

Continues below advertisement

বাড়ি থেকে কিছুটা দূরে পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন নিহত আবু বক্কর সিদ্দিকি। গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। গতকাল রাতে বাদুড়িয়ার বাড়িতে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকেরা। খুনের অভিযোগ ধৃত মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক।

 বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনা এই প্রথম নয়। যদিও এটা স্পষ্টতই একটি অনুমান। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় এই অভিযোগ অতীতে সামনে এসেছে। কিন্তু এখানের প্রেক্ষাপটটা পুরোটাই আলাদা। এই ঘটনাটি ঘটেছে ভিনরাজ্যে। যা নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত গত কয়েকদিন ধরেই ভিনরাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক্ষেত্রেও ভিনরাজ্যে বঙ্গসন্তানের মৃত্যুতে প্রশ্ন উঠেছে।

 তৃণমূল কংগ্রেস পোস্টে অভিযোগ তুলে জানিয়েছে, বাঙালি হওয়ায় খুন ওই শ্রমিক। আর কত বাঙালি খুন হলে দেশের ঘুম ভাঙবে? দেশজুড়ে বাঙালিদের হয়রান করা হচ্ছে, মারা হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। এটা কোনও একটি ঘটনা নয়, একটি নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ। আদালতের মাধ্যমে , রাস্তায় নেমে এর বিরুদ্ধে লড়াই চলবে। দিল্লিতে সরকার চুপ করে থাকলে, দিল্লি পর্যন্ত অভিযান হবে', হুঁশিয়ারি দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,  তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি মিথ্যাচারের রাজনীতি। দ্বিচারিতার রাজনীতি, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। ভাষা ভিত্তিক উগ্র প্রাদেশিকতা তৈরি করার রাজনীতি। আজকে পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযাযী শ্রমিক আছেন, তাঁদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)