Nitin Gadkari on BS-7: বিএস-৬ এর পর এবার আসতে চলেছে ভারত স্টেজ ৭ (BS-7)নিয়ম। পিছিয়ে না থেকে পরিবেশ রক্ষায় বিদেশের সঙ্গে পাল্লা দেবে ভারত। নিজেই সেই কথা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। 


BS-7 Update Coming: কী বলেছেন মন্ত্রী ?
সর্বভারতীয় এক ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদন বলছে, সম্প্রতি দেশের যানবাহন প্রস্তুতকারকদের পরবর্তী BS-7 নিয়ম (ভারত পর্যায়-7) অনুযায়ী তাদের প্রস্তুতি শুরু করার জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ২০২৫ সালে মধ্য়ে নতুন RDE নিয়ম ইউরো 7 কার্যকর হতে চলেছে। ধাপে ধাপে ইইউ-এর সঙ্গে এগিয়ে যাওয়ার জন্যই এই উদ্য়োগ নেওয়ার কথা বলেছেন নীতিন গড়করি ।


Auto News: চাপ দিতে রাজি নয় সরকার
গাড়ির মান সংক্রান্ত একটি সভায় সম্প্রতি ভারত স্টেজ ৭ (BS-7)নিয়মের বিষয়ে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।  যেখানে প্রায় সব বড় অটোমোবাইল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর বলেন, ''আপনাদের নিজের লেভেলে  BS7 গাড়ি তৈরির বিষয়ে গবেষণা শুরু করা উচিত। . আমাদের দেশের গাড়ি শিল্পের উচিত ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিযোগিতায় নামা। গতবার সরকারকে একটি সময়সীমা ঘোষণা করে নতুন নিয়মগুলি গ্রহণ করার জন্য অটো মোবাইল সেক্টরকে চাপ দিতে হয়েছিল,এখন নতুন করে এর জন্য অপেক্ষা করা উচিত নয়।''


BS4 থেকে BS6
Euro6-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় অটোমোবাইল শিল্পকে এপ্রিল 2020-এ BS4 থেকে BS6-এ সরাসরি ঝাঁপিয়ে পড়তে হয়েছিল৷ পরিবেশের ক্ষতি কমাতে রিয়েল-টাইম নির্গমন নিয়মগুলিকে জোর দেওয়ার মূল লক্ষ্যে ভারত 1 এপ্রিল 2023 থেকে BS6 ফেজ II নিয়মগুলি কার্যকর করেছে৷ এর জন্য সব নতুন যানবাহনে ওবিডি (অন বোর্ড ডায়াগনস্টিক) সিস্টেম যোগ করা হবে। 


দুই-তিন ও চার চাকার মধ্যে পার্থক্য
মনে রাখবেন, দেশে দুই, তিন ও চার চাকার গাড়ির নির্গমনের নিয়মে পার্থক্য রয়েছে। যা সব গাড়ির ক্ষেত্রে সমান নয়। এখন দেশের টু-হুইলারগুলিও BS-6 নিয়ম অনুসারে , ওবিডি সিস্টেমে সজ্জিত হওয়া আবশ্যক। যাতে রিয়েল টাইম নির্গমন পর্যবেক্ষণ করা যায়। ভারতে বিক্রি হওয়া গাড়িগুলিকে এখন E20 জ্বালানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 


শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি ভারত স্টেজ ৭ (BS-7)নিয়ম বাস্তবায়ানের পরিকল্পনা নিতে পারে। সেই কারণে নিজেই আগ বাড়িয়ে এই কথা বলেছেন।


আরও পড়ুন: SBI Customers Alert: এসবিআই গ্রাহকরা সাবধান ! প্রতারকরা পেতেছে নতুন ফাঁদ, কীভাবে এড়াবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI