নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দামের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। সরকার ইথানস মিশ্রিত পেট্রোল (Ethanol Blending Programme-ইবিপি) প্রোগ্রামের আওতায় ইথানলে জিএসটি-র হার ১৮ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করল। উল্লেখ্য, ইথানল প্রোগ্রামের আওতায় পেট্রোলে ইথানল মিশ্রিত করা হয়। লোকসভায় লিখিত জবাব দিতে গিয়েছে ইথানলে জিএসটি হ্রাসের কথা সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বৃহস্পতিবার লোকসভায় এ কথা জানিয়েছেন।


মন্ত্রী বলেছেন, ইথানলের ব্লেডিংকে উৎসাহিত করতে সরকার পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-র হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। তা ইথানল ব্লেন্ডেড পেট্রোল (ইবিপি)-র আওতায় ব্লেডিংয়ের ইথানলের ক্ষেত্রে এই জিএসটি হ্রাস করা হয়েছে।


উল্লেখ্য, নীতি আয়োগ ও পেট্রোলিয়াম মন্ত্রক গত জুনে রোডম্যাপ ফর ইথানল ব্লেডিং ইন ইন্ডিয়া ২০২০-২৫ সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেছিল। ওই রিপোর্টে ইথানলে কর হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছিল। রিপোর্টে বলা হয়,  বেশিমাত্রায় ইথানল ব্লেন্ডেসের গ্রহণযোগ্যতার জন্য এ ধরনের জ্বালানির খুচরো মূল্য    অমিশ্রিত পেট্রোলের তুলনায় কম হওয়া উচিত। এ ধরনের জ্বালানির ক্যলোরিফিক ভ্যালু হ্রাস ও ব্লেন্ডেড জ্বালানি ব্যবহারের পথে যাওয়াকে উৎসাহিত করতে এ ধরনের পদক্ষেপের কথা বলা হয়।


মন্ত্রী লোকসভায় লিখিত জবাবে গুণমানসম্পন্ন জিও-সায়েন্টিফিক ডেটা তৈরি, সহজলভ্যতা, নয়া উদ্ভাবনমূলক কাজকর্মকে উৎসাহিত করার মতো বিষয়ে নীতিগত উদ্যোগের কথাও জানিয়েছেন।  মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের ইথানল উৎপাদনকে উৎসাহিত করতে সরকার প্রধানমন্ত্রী জী-বনের বিজ্ঞপ্তিও জারি করেছে। সেইসঙ্গে জৈব জ্বালানি সংক্রান্ত জাতীয় নীতি অনুসারে, পেট্রোলের সঙ্গে মিশ্রমের জন্য সরবরাহ বাড়াতে বায়ো ইথানল উৎপাদনের জন্য ফিডস্টকের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। 


সরকারের এই নীতিতে ২০৩০-এর মধ্যে পেট্রোলে ইথানল মিশ্রণ ২০ শতাংশ ও  ৫ শতাংশ ডিজেলে বায়ো ডিজেল মিশ্রনের নির্দেশক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  পেট্রোলে ইথানল মিশ্রনের লক্ষ্যমাত্রার বছর সরকার পরে ২০২৫-২৬ এ এগিয়ে আনে সরকার।