Citroen C3 vs Renault Kiger: কমপ্যাক্ট এসইউভি না হলেও রেনোঁ কাইগারের সঙ্গে তুলনা হচ্ছে এই ফরাসি গাড়ির। Citroen C3 হ্যাচব্যাক হলেও টক্কর দিচ্ছে সাবকমপ্যাক্ট এসইউভিগুলিকে। এই গাড়ি বাজারে আসার পর থেকেই রেনোঁ কাইগারের সঙ্গে হচ্ছে এই গাড়ির তুলনা।
Citroen C3 vs Renault Kiger: কোনটি সবচেয়ে বড় ?
উভয় গাড়ি 4 মিটার দৈর্ঘ্যের মধ্যে সীমাবদ্ধ। C3 এর দৈর্ঘ্য 3,981 এমএম, সেখানে কাইগারের দৈর্ঘ্য 3,991 এমএম রেখেছে কোম্পানি। সি 3 এর প্রস্থ 1,733 এমএম ও কাইগারে পাবেন 1750 এমএম প্রস্থ। হুইলবেসের ক্ষেত্রে C3-তে পাবেন 2540mm হুইলবেস। পাশাপাশি Kiger দেওয়া হয়েছে 2500mm এর হুইলবেস।
Citroen C3 vs Renault Kiger: কোন গাড়ির শক্তি বেশি ?
C3 একটি 1.2 লিটার পেট্রোলের সঙ্গে পাবেন ক্রেতা। যা একটি স্ট্যান্ডার্ড 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ 82bhp ও 115Nm টর্ক দিয়ে থাকে। এরপরে আরও শক্তিশালী টার্বো ভ্যারিয়েন্ট রয়েছে গাড়িতে। যেখানে 110bhp ও 190Nm টর্ক দিতে পারে গাড়ি। টার্বো সি 3 একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ আসে। এদিকে কাইগারের একটি 1.0 লিটার পেট্রল রয়েছে যা 72bhp ও 96Nm টর্ক তৈরি করে। এতে পাবেন আরও শক্তিশালী টার্বো সংস্করণ, এই 1.0l টার্বো 100bhp ও 160Nm টর্ক তৈরি করে। উভয় কাইগার ভ্যারিয়েন্টে একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আছে। কিন্তু কিগার 1.0 এ একটি AMT গিয়ারবক্স অপশন রয়েছে। পাশাপাশি টার্বোতে একটি CVT বিকল্প পাবে ক্রেতা। মাইলেজের ক্ষেত্রে C3 টার্বো 19.4 kmpl ও কাইগার টার্বো ম্যানুয়াল 20kmpl সরবরাহ করে।
Citroen C3 vs Renault Kiger: কোনটির আরও বৈশিষ্ট্য রয়েছে ?
কাইগারে একটি 8-ইঞ্চি টাচস্ক্রিন ও একটি ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাস্টার রয়েছে। যেখানে অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, একটি আরকামিস অডিও সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং, একটি রেয়ার ভিউ ক্যামেরা, 4 টি এয়ারব্যাগ ও একটি পিএম 2.5 এর বৈশিষ্ট্য রয়েছে। C3-তে পাবেন ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি সহ 10 ইঞ্চির বড় টাচস্ক্রিন। যদিও পিছনের ক্যামেরা বা ওয়্যারলেস চার্জিং বৈশিষ্ট্যগুলির অভাব রয়েছে।
Citroen C3 vs Renault Kiger: গাড়ির দাম কত ?
C3 এর দাম এখনও প্রকাশ করা হয়নি। আমরা আশা করি, ভারতে তৈরি হয়েছে বলে এর দাম প্রতিযোগিতার বাজারে কম রাখবে কোম্পানি। এদিকে কাইগারের দাম 5.99 লক্ষ টাকা থেকে 10.57 লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে।
আরও পড়ুন : Mahindra Scorpio N: XUV700 থেকে কোথায় আলাদা, শীঘ্রই বাজারে নতুন স্করপিও