Mahindra Scorpio N Launch: কিছুদিনের মধ্যেই অপেক্ষার অবসান ঘটবে। ভারতের বাজারে আসবে নতুন মহিন্দ্রা স্করপিও এন। মহিন্দ্রার গাড়ির তালিকা বলছে, স্করপিওর শ্রেণিতে না থাকলেও নতুন গাড়িকে চ্যালেঞ্জ জানাতে পারে Mahindra XUV700। জেনে নিন, তুলনামূলক আলোচনায় কে এগিয়ে- কে পিছিয়ে।


New Mahindra Scorpio: কোন গাড়ি বেশি বড় ?


দৈর্ঘ্যের দিক থেকে দুটি এসইউভির মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই। স্করপিও এন 4,662 এমএম ও XUV700 এর দৈর্ঘ্য 4,695 এমএম। প্রস্থের দিক থেকে স্করপিও এন 1,917 এমএম চওড়া ও সেই জায়গায় XUV700-এর প্রস্থ 1,890 এমএম। বড় বিষয় হল XUV700 ও Scorpio N উভয়েরই একই হুইলবেস 2,750 এমএম রয়েছে।


Mahindra Scorpio N Launch: কোনটি বেশি শক্তিশালী ?


XUV700 200bhp এর সঙ্গে 2.0l টার্বো পেট্রল ও 2.2l ডিজেলের টপ-এন্ড ভ্যারিয়েন্টে 185bhp পাবেন। সেখানে নিচের ভ্যারিয়েন্টে 155bhp পাবেন ক্রেতা। XUV700 তে 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অথবা 6-স্পিড অটোমেটিক পাওয়া যায়। চারটি ড্রাইভ মোড রয়েছে গাড়িতে। যা স্টিয়ারিংয়ের প্রতিক্রিয়াতেও প্রভাব ফেলে। ডিজেলের সঙ্গে অল-হুইল ড্রাইভ সংস্করণ পাবেন এই গাড়িতে।  Scorpio N একই 2.0l টার্বো পেট্রোল ও 2.2l ডিজেলের সঙ্গে পাওয়া যাবে। তবে এর পাওয়ার আউটপুট XUV700 এর থেকে কম হবে। Scorpio N কম রেঞ্জ মোড ও টেরেন মোড-সহ 4 হুইল ড্রাইভ সিস্টেম পাওয়া যাবে বলে খবর।


New Mahindra Scorpio: কোন গাড়িতে বেশি বৈশিষ্ট্য ?


উভয় গাড়ির ইন্টেরিয়র ভাল ও এতে প্রিমিয়াম চেহারা পাবেন। Scorpio N-এর ডুয়েল টোন ডার্ক বেইজ/ব্ল্যাক ইন্টেরিয়র স্কিম আছে । XUV700-এ ড্যাশবোর্ড রুপোলি ফিনিস দেওয়া হয়েছে। XUV700 তে পাবেন সম্পূর্ণ ডিজিটাল ডায়াল সেট-আপ। সেখানে স্করপিও এন-এর মাঝখানে একটি স্ক্রিন সহ পার্ট ডিজিটাল সেট-আপ রয়েছে। উভয় এসইউভি কানেকটেড কার টেকনোলজি, ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল ছাড়াও সাম্প্রতিক আর্ডেনক্স ইনফোটেইনমেন্ট সিস্টেম পায়। 




New Mahindra Scorpio: রয়েছে আরও ফিচার 
উভয়ই সনি 3 ডি সরাউন্ড সাউন্ড সিস্টেম, ক্রুজ কন্ট্রোল ছাড়াও আরও অনেক প্রিমিয়াম বৈশিষ্ট্য পায়। XUV700 এর একটি প্যানোরামিক সানরুফ ও ADAS ফিচার রয়েছে। Scorpio N একটি স্ট্যান্ডার্ড সানরুফ পাবে। এই অর্থে একটি পার্থক্য রয়েছে দুটি গাড়িতে। স্করপিও এন 6-সিটার লেআউটের মাধ্যমে একটি ক্যাপ্টেন সিট পায়। যেখানে XUV700 এর একটি বেঞ্চ লে-আউট থাকে। আপনি এটাও লক্ষ্য করবেন যে XUV700 এর একটি ড্রাইভার হ্যান্ডব্রেক রয়েছে, সেখানে Scorpio N-এ পাবেন একটি ম্যানুয়াল অপশন। যাত্রী সুরক্ষার বৈশিষ্ট্য কমবেশি একই রকম রয়েছে দুই গাড়িতে।।


New Mahindra Scorpio: কোনটি বেশি ব্যয়বহুল হবে ?
XUV700 13.18 লক্ষ টাকা থেকে শুরু হয়। এর টপ এন্ডের দাম 24.5 লক্ষ টাকায় চলে যায়। আমরা আশা করি, নতুন Scorpio N অনেক সস্তা হবে। এর পেট্রল ম্যানুয়াল ভার্সনের জন্য শুরুতে কম দাম দিতে হবে। তবে টপ-এন্ড ভার্সনগুলি ডিজেল 4WD ভ্যারিয়েন্টের জন্য প্রায় 20 লক্ষ টাকা দিতে হবে ক্রেতাকে। XUV700 বেশি বৈশিষ্ট্য সমৃদ্ধ। সেখানে স্করপিও এন বেশি অফরোড ফ্রেন্ডলি হবে।


আরও পড়ুন : New Maruti Brezza: বুকিং শুরু নতুন মারুতি ব্রেজার, ৬ এয়ারব্যাগ, সানরুফের সঙ্গে আসবে গাড়ি