Bonus Payment: ভারতের আই আইটি সংস্থা এবার কর্মীদের বোনাস দিতে চলেছে। বড় ঘোষণা কর্মীদের জন্য। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি সংস্থা (Cognizant Bonus) তাদের যোগ্য কর্মীদের ১১৫ শতাংশ পর্যন্ত বোনাস দেওয়ার কথা জানিয়েছে। পিটিআই সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। বোনাস পেমেন্টের চিঠিও ইতিমধ্যেই কর্মীদের বিতরণ করা শুরু হয়ে গিয়েছে এই আইটি সংস্থায়। এবারে বেশিরভাগ কর্মীই এই বোনাস পাবেন বলে জানা গিয়েছে। সংস্থার নাম কগনিজ্যান্ট।

এই সপ্তাহেই কগনিজ্যান্ট (Cognizant Bonus) তাদের কর্মীদের বোনাস পেআউটের চিঠি ইমেলে পাঠাতে শুরু করেছে। এটি ২০২৪ সালের বোনাস পেমেন্ট হবে। যোগ্য কর্মীরা এই সপ্তাহের মধ্যেই বোনাসের ইমেল পেয়ে যাবেন। তবে পেমেন্ট করা হবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে। ইন্ডিভিজুয়াল কান্ট্রি পে-রোল শিড্যুল অনুযায়ী এই পেমেন্ট পাঠানো হবে কর্মীদের অ্যাকাউন্টে। জানা গিয়েছে বিগত ৩ বছরের মধ্যে এবারেই এত বেশি পরিমাণে বোনাস দেওয়া হচ্ছে। কগনিজ্যান্ট এও জানিয়েছে যে আগামী ১ অগাস্ট ২০২৫ থেকে তারা তাদের কর্মীদের জন্য চালু করছে মেরিট পে ইনক্রিস বা স্যালারি হাইক।

এর আগের সপ্তাহেই কগনিজ্যান্টকে ঘিরে খবর হয় যে এবারে তাদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া খানিক দেরিতে শুরু হবে, অগাস্ট মাস থেকে চালু হবে এই ইনক্রিমেন্ট প্রক্রিয়া। তবে কগনিজ্যান্ট জানিয়েছে বেতন বৃদ্ধিতে তাদের এবারে দেরি হবে না বরং অগাস্ট মাস থেকে ওয়েজ ইনক্রিমেন্ট চালু করা হবে কগনিজ্যান্টে।

গত সপ্তাহে কগনিজ্যান্টের একজন মুখপাত্র জানান, 'এই চলতি প্রতিশ্রুতি অনুসারে অগাস্ট মাস থেকে যোগ্য কর্মীদের মেরিট ইনক্রিজ দেওয়া হবে। এই সাইকেলের ঠিক এক বছর পরেই এই ঘোষণা করা হয়েছে। ২০২৫ অগাস্ট সাইকেল থেকে আমাদের অ্যাসোসিয়েটসদের বেশিরভাগই বিগত ৪ বছরে ৫টি মেরিট ইনক্রিজ পেয়েছেন। মেরিট সাইকেলে কোনও দেরি হবে না।' মার্চের মাঝামাঝি সময় থেকে যোগ্য কর্মীদের বোনাস দিতে চলেছে কগনিজ্যান্ট আইটি সংস্থা যাতে তাদের প্রতিভাবান টিম তাদের অবদানের যোগ্য স্বীকৃতি পায়।   

দেশের সবথেকে বড় আইটি সংস্থার কর্মীদের বাড়তে চলেছে বেতন। আগামী এপ্রিল মাস থেকেই নতুন অর্থবর্ষে এই বর্ধিত বেতন পাবেন সমস্ত পেশাদার আইটি কর্মীরা। দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসেও বেতন বাড়ানোর কথা ঘোষণা হয়েছে। মার্চ মাসের শেষের মধ্যেই কর্মীদের বেতন বৃদ্ধির অ্যাপ্রাইজাল লেটার পাঠানো হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: American Airlines: গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ দাউদাউ আগুন, বিমানের ডানায় সার বেঁধে দাঁড়িয়ে আতঙ্কিত যাত্রীরা ! ভয়ঙ্কর ঘটনা !