কলকাতা: সবে উৎসবের মরশুম শেষ হয়েছে।সামনেই ক্রিস্টমাস-ইংরেজি নিউ ইয়ার আসছে। এই সময়ে ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের চাহিদা তুঙ্গে ওঠে। ঠিক এমন সময়েই ব্যক্তিগত ঋণ (Personal Loan) এবং ক্রেডিট কার্ড (Credit Card) দেওয়ার ক্ষেত্রে নিয়মবিধিতে লাগাম দেওয়ার কথা ঘোষণা করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।


নতুন যে নিয়ম ঘোষণা করা হয়েছে, তাতে Higher Capital Requirements বা উচ্চ মূলধনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, যার ফলে এই ঋণগুলি আরও খরচসাপেক্ষ হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এর জেরে, এই ক্ষেত্রটির বৃদ্ধি ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।                                                           


রিজার্ভ ব্যাঙ্ক যাবতীয় ব্যাঙ্কিং এবং নন-ব্যাঙ্কিং সংস্থার জন্য রিস্ক ওয়েটেজ(Risk Weightage) বাড়িয়েছে। প্রতিটি ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্ককে যে মূলধন আলাদা করে রাখতে হয়, সেই ক্ষেত্রে (Retail Loan-এর ক্ষেত্রে) ২৫ পার্সেন্টেজ পয়েন্ট বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে।                                       


এই নতুন রিস্ক ওয়েটেজ -এর নিয়ম ব্যাঙ্কগুলির ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এবং নন ব্যাঙ্কিং সংস্থাগুলির খুচরো ঋণের ক্ষেত্রে কার্যকর হবে। যদিও, বাড়ির ঋণ (Housing Loan) শিক্ষা ঋণ, গাড়ির ঋণ (Car loan)এবং সোনা-সোনার গয়না বন্ধক দিয়ে যে ঋণ পাওয়া যায়, সেগুলি এই নিয়মের বাইরে থাকছে।


ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও নয়া নিয়ম:


বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এক্সপোজারের ক্ষেত্রেও Risk Weightage বাড়ানো হয়েছে। ২৫ পার্সেন্টেজ পয়েন্ট বাড়িয়ে ব্য়াঙ্কের জন্য ১৫০ শতাংশ, নন-ব্যাঙ্কিং সংস্থার জন্য ১২৫ শতাংশ করা হয়েছে। 


বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ব্য়াঙ্ক এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলি এই খরচ গ্রাহক বা ঋণগ্রহীতাদের উপর চাপিয়ে দেয় তাহলে ঋণের খরচ বেড়ে যাবে।অন্যদিকে যদি সেই খরচ নিজেরাই বহন করে তাহলে লাভের অঙ্ক কমে যাবে। দুই ক্ষেত্রেই ঋণ সেক্টর ধাক্কা খাবে বলে মনে করছে।


আরও পড়ুন: টিসিএসের স্টক আছে ? ৩৩০০ টাকার আপনার শেয়ার কোম্পানি কিনবে ৪১৫০ টাকায় , এই দিন বাইব্যাক