নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে আর্থিক কর্মকাণ্ডের গতি শ্লথ হয়ে গিয়েছে। বহু লোকের চাকরি গিয়েছে। ফলে আয় কমেছে। আর্থিক অনিশ্চয়তা বেড়ে গিয়েছে। এই অবস্থায় খরচ করার ব্যাপারে সতর্ক হয়ে গিয়েছেন লোকজন। একটি সমীক্ষায় সাধারণ মানুষ আর্থিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন। ব্রিটেনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের বিশ্বব্যাপি সমীক্ষায় দেখা গিয়েছে, ৯০ শতাংশ ভারতীয়কেই এই মহামারী আর্থিক খরচের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৬ শতাংশ ভারতীয় স্বীকার করে নিয়েছেন যে, মহামারীর কারণে তাঁরা তাঁদের খরচের ব্যাপারে ভাবতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক স্তরে এই সংখ্যা ৬২ শতাংশ। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮০ শতাংশই হয় বাজেটিং টুল ব্যবহার করছেন বা ব্যবহার করতে আগ্রহী। এই ব্যবস্থার মাধ্যমে কার্ড মারফত্ খরচ একটা নির্দিষ্ট সময় পর ব্লক হয়ে যায়।
সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৪ শতাংশ ভারতীয় ভ্রমণ ও ছুটির দিনগুলিতে খরচ কমিয়েছেন। আন্তর্জাতিক স্তরে এই হার ৬৪ শতাংশ। ৫৬ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তাঁরা জামাকাপড়ের জন্য কম খরচ করেছেন। বিশ্বস্তরে এই হার ৫৬ শতাংশ। সমীক্ষা অনুসারে, ভারতে এই হার অব্যাহত রয়েছে। ৪১ শতাংশ ভারতীয় জানিয়েছেন, ভ্রমণ ও ছুটির দিনগুলিতে খরচ কম করবেন।