কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে। শিলিগুড়ি থানায় অনুপমের বিরুদ্ধে দার্জিলিং জেলা তৃণমূল উদ্বাস্তু সেলের সভাপতি মুকুল বৈরাগ্য এফআইআর দায়ের করেছেন। আজ শিলিগুড়ি থানার সামনে অনুপমকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভও দেখান তৃণমূলের কর্মী, সমর্থকরা।
গতকাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুপম। সেখানে মোটর বাইক র্যালিতে করোনা বিধি অমান্যের অভিযোগ ওঠে। এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, করোনার থেকে বড় শত্রুর সঙ্গে বিজেপি কর্মীরা লড়ছেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই না থেমে অনুপম বলেন, তাঁর যদি করোনা হয় তবে আগে গিয়ে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন। করোনার সময় উনি যেভাবে মানুষের লাশ কেরোসিন ঢেলে পুড়িয়েছেন, কুকুর বেড়ালকেও সেভাবে পোড়ায় না। ওঁর নামটাই শুধু মমতা, ভেতরে মমতা নেই।
দার্জিলিং জেলা তৃণমূলের উদ্বাস্তু সেল অনুপমের নামে এফআইআর করেছে। তাঁর কড়া শাস্তির দাবি করেছে তারা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনা হলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব, কুরুচিকর মন্তব্যের অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2020 12:46 PM (IST)
দার্জিলিং জেলা তৃণমূলের উদ্বাস্তু সেল অনুপমের নামে এফআইআর করেছে। তাঁর কড়া শাস্তির দাবি করেছে তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -