ব্যক্তিগত আর্থিক ক্ষেত্রে বাজেটের পরিবর্তনজনিত যাত্রায় সুনিশ্চিত বৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য এক কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সরকারের তরফ থেকে যেহেতু নতুন নীতি ও সংশোধনী আনা হয়ে থাকে, ফলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মানুষজন নিজেদের আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করে দেখেন। এমতাবস্থায়, কারো আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে জীবনবিমা উল্লেখযোগ্য ভূমিকা নেয় এবং একইসঙ্গে সম্পদ বৃদ্ধিতেও রাস্তা সুগম করে। আর এক্ষেত্রে যে বিকল্পগুলি রয়েছে, তাদের মধ্যে HDFC লাইফ সম্পূর্ণ নিবেশ দৃঢ় একটি সমাধানসূত্র, এটি একইসঙ্গে জীবনবিমার সুযোগ-সুবিধা তো প্রদান করেই, বিনিয়োগের সুবিধাও উপলব্ধ করিয়ে থাকে। 


নিজস্ব বাজেটে সামঞ্জস্য আনতে, প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত আর্থিক পোর্টফোলিওতে স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে বৃদ্ধিও চান। HDFC লাইফ সম্পূর্ণ নিবেশ এটির নন-পার্টিসিপেটিং জীবন বিমা প্রকল্পের মাধ্যমে জীবন বিমার নিরাপত্তা ও সম্পদ বৃদ্ধির সম্ভাবনার অনন্য মেলবন্ধনের সাহায্যে একটি স্বতন্ত্র ও অনন্য নিবেদন জানায়।  বিমাধারকদের আর্থিক ওঠাপড়া সামাল দিতে সক্ষম স্থিতিস্থাপক অর্থনৈতিক একটি রোডম্যাপ তৈরির ক্ষমতা প্রদান করে এই প্রকল্পটি।


HDFC লাইফ সম্পূর্ণ নিবেশের একাধিক সুবিধার মধ্যে একটি উল্লেখযোগ্য সুবিধা হল, এর নমনীয়তা। ১০টি ফান্ড বেছে নেওয়ার সুবিধার মাধ্যমে বিমাগ্রাহকরা নিজেদের আর্থিক লক্ষ্যমাত্রা ও ঝুঁকির কথা মাথায় রেখে বিনিয়োগের বৃদ্ধি ঘটাতে পারবেন। ডেট ফান্ডের স্থিতিস্থাপকতাই হোক বা ইক্যুইটি ফান্ডের বৃদ্ধি-সম্ভাবনা, এই প্রকল্পটি বিনিয়োগ-বৈচিত্র্যের যাবতীয় বিকল্পের সুলুক সন্ধান দেয়।      


আরও আছে। সিঙ্গল, লিমিটেড বা রেগুলার - এই প্ল্যানটি ইচ্ছেমত প্রিমিয়াম প্রদানের সুবিধার সঙ্গেও উপলব্ধ। ফলে বিমাগ্রাহক, তাঁর সুবিধেমত নিজের আর্থিক ক্ষমতা ও লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। পরিবর্তিত পরিস্থিতিতে এই প্ল্যানটি যে কতটা গ্রহণযোগ্য তা নিশ্চিত করে এর এই নমনীয়তাই। যার ফলে বিমাধারক আর্থিক অনিশ্চয়তার মধ্যেও শান্তিতে, নিশ্চিন্তে থাকতে পারেন।   


আর্থিক রোড ম্যাপ তৈরিতে, ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সুবিধাপ্রদানের ক্ষমতা অধিক গুরুত্ববহ। HDFC লাইফ সম্পূর্ণ নিবেশ এখানে তিনটি যথাযোগ্য সুবিধার বিকল্প প্রদান করে। যাতে বিমাগ্রাহক নিজস্ব চাহিদা অনুযায়ী নিজের পে আউট নিজেই নিশ্চিত করতে পারেন। এই নিজস্বীকরণ যে কোনও আর্থিক পরিমণ্ডলেই প্রকল্পটির যথার্থতা, কার্যকারিতাকে নিশ্চিত করে থাকে।  


এছাড়া, প্ল্যানটির মাধ্যমে লয়্যালটি অ্যাডিশনের মতো দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পূরণও হয়ে থাকে। যাতে করে বিমাগ্রাহকরা নিজেদের লাগাতার সংযুক্তির কারণে অতিরিক্ত ইনসেনটিভও পেয়ে থাকেন। এই লয়্যালটি ফান্ড গড় ফান্ড মূল্যের ১.৮ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। এবং ১১তম পলিসি-বছর থেকে পাওয়া যায়। এটি হল দায়বদ্ধতা ও বহনশীল বৃদ্ধির প্রতি HDFC Life-র প্রতিশ্রুতি ও মান্যতাপ্রদান। 


এছাড়াও অতিরিক্ত হিসেবে, HDFC লাইফ সম্পূর্ণ নিবেশ প্রিমিয়াম বণ্টন চার্জ কম করে থাকে। বিশেষ করে তাঁদের জন্য়, যাঁরা উচ্চতর প্রিমিয়াম প্রদান করে থাকেন। চার্জে এই হ্রাস বিমার মেয়াদের উপর সম্পদ বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় মূল্যের বর্ধিত রূপকেও।   


গুরুত্বপূর্ণ এই যে, আয়কর আইন, ১৯৬১-র অধীনে করছাড়ের সুবিধাও এই প্ল্যান থেকে মেলে। ফলে সম্পূর্ণ আর্থিক সমাধান হিসেবে গুরুত্ব পেতে এই প্ল্যানটির গুরুত্বও বাড়ে। করছাড়ের এই সুবিধা উপভোগের মাধ্যমে, বিমাগ্রাহকরা তাদের কর পরিকল্পনা আরও ভাল করে করে নিয়ে পারেন। এবং আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করেন। 


সবশেষে, বাজেটগত পরিবর্তিত পরিস্থিতি ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে HDFC লাইফ সম্পূর্ণ নিবেশ আর্থিক স্থিতিশীলতা ও বৃদ্ধির এক আলোক-প্রকাশ হিসেবে উদ্ভাসিত। এর নমনীয় বিনিয়োগ বিকল্প, ইচ্ছেমত ব্যবহার যোগ্য সুবিধা এবং করছাড়ের বিকল্পের মাধ্যমে এই প্রকল্পটি বিমাগ্রাহকদের স্থিতিশীল আর্থিক রোডম্যাপ তৈরিতে সহায়তা করে। আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চেষ্টাকারীদের জন্য HDFC লাইফ সম্পূর্ণ নিবেশ একটি ভরাসযোগ্য সঙ্গী হিসেবে পাশে দাঁড়ায়। সুরক্ষা দেয়। নিশ্চিত করে বৃদ্ধি। মনে আনে শান্তি। সমানতালে।


(ডিসক্লেমার: এই নিবন্ধটি একটি ফিচার্ড প্রতিবেদন। ABP অথবা ABP LIVE এখানে প্রকাশিত মতামতকে সমর্থন/সাবস্ক্রাইব করে না। উল্লিখিত অনুচ্ছেদে বর্ণিত সব কিছুর জন্য অথবা উল্লিখিত নিবন্ধে বর্ণিত/নির্দিষ্ট ভাবনা, মতামত, ঘোষণা, ডিক্লেয়ারেশন, যাচাইকরণ ইত্যাদির জন্য আমরা কোনওভাবেই দায়ী থাকব না। সেই অনুসারে পাঠকদের কোনও বিষয়ে বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।)