RBI New Rule: ক্রেডিট কার্ডের বিল মেটাতে সামান্য দেরি হলে পড়তে হবে না জরিমানার মুখে। গ্রাহকদের স্বার্থে এমনই নতুন ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। জেনে নিন,ক্রেডিট কার্ড নিয়ে নতুন কী ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।  


Credit Card Bill Payment: ক্রেডিট কার্ডে কী সুবিধা ?
ক্রেডিট কার্ড আজকাল মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকেই বেশিরভাগ আর্থিক কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন। যেমন বিদ্যুৎ বিল, মোবাইল বিল, কেনাকাটা, মুদি দোকানের কেনাকাটি ইত্যাদি। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল, আপনি টাকা ছাড়াই এতে কেনাকাটা করতে পারবেন। সেই ক্ষেত্রে পরে টাকা দিলেও কোনও সমস্যা হবে না। আপনি যদি নির্ধারিত তারিখের আগে ক্রেডিট কার্ডের বিল শোধ করেন, তাহলে আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। তবে সাধারণত বিল পরিশোধ করতে ভুলে গেলে জরিমানার মুখে পড়তে হয় আপনাকে। 


RBI New Rule: নতুন কী নিয়ম করছে রিজার্ভ ব্যাঙ্ক ?
আজকাল অধিকাংশ মানুষ এক সঙ্গে একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই পরিস্থিতিতে একাধিক কার্ড থাকার কারণে ব্যাবহারকারী অনেক সময় ক্রেডিট কার্ড বিল শোধের নির্ধারিত তারিখ ভুলে যান। আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। সময়মতো বিল পরিশোধ করতে না পারলে, জরিমানা নিয়ে চিন্তা করার দরকার নেই। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট তারিখের পরে আপনি জরিমানা ছাড়াই কয়েক দিনের জন্য বিল পরিশোধ করতে পারেন। জেনে নিন নতুন নিয়মে কী রয়েছে। 


Reserve Bank Of India: আরবিআই-এর নিয়ম কী জানেন ?
চলতি বছরের ২১ মে আরবিআই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সংক্রান্ত একটি নতুন নিয়ম (আরবিআই রুলস ফর ক্রেডিট কার্ড বিল পেমেন্ট) কার্যকর করেছিল। এই নিয়ম অনুসারে, যেকোনও ক্রেডিট কার্ডধারক তার ক্রেডিট কার্ডের নির্ধারিত তারিখের পরেও তিন দিনের জন্য জরিমানা ছাড়াই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। ধরুন, আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২২ হলে আপনি এই বিলটি ১৫ ডিসেম্বর ২০২২ এর মধ্যে জরিমানা ছাড়াই দিতে পারেন।


Credit Card Bill Payment: ক্রেডিট স্কোর প্রভাবিত হবে না
আরবিআই-এর নিয়ম অনুসারে, আপনি যদি নির্ধারিত তারিখের ৩ দিন পরে আপনার ক্রেডিট কার্ডের বিল শোধ করেন, তাহলে আপনি জরিমানা থেকে মুক্তি পাবেন। সেইসঙ্গে খারাপ ক্রেডিট স্কোরও জুটবে আপনার কপালে। এটি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে না। আপনি সহজেই যেকোনও জায়গা থেকে পরবর্তীতে ঋণ নিতে পারবেন।


RBI New Rule: সময়মতো বিল না দিলে কত টাকা জরিমানা ?
আপনি যদি এই বিলটি তিন দিনের মধ্যে পরিশোধ না করেন, তাহলে ক্রেডিট কার্ড কোম্পানি অবশ্যই আপনাকে জরিমানা নেবে। এই পরিমাণ কেবল আপনার ক্রেডিট কার্ড বিল কত তার উপর নির্ভর করে। বেশি পরিমাণে জিনিস কিনলে আপনাকে বেশি জরিমানা দিতে হবে। যেমন-SBI কার্ড ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিলের জন্য ৪০০ টাকা জরিমানা নেয়। পাশাপাশি ১০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিলের জন্য ৭৫০ টাকা চার্জ করা হয়। এ ছাড়াও ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হিসাবে ৯৫০ টাকা দিতে হয় কোম্পানিকে। 


আরও পড়ুন : LPG Insurance Claim: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা হলে পাবেন ক্ষতিপূরণ, এইভাবে দাবি করুন বিমার টাকা