Petrol Diesel Prices To Shoot Up: মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়ল আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১০১ ডলারে পৌঁছল। ২০১৪-র সেপ্টেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়াল।  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বাঁধলে অশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। 


অশোধিত তেলের দামের ওপর পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক রিসার্চ সংস্থাগুলির অনুমান, অশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। গোল্ডম্যান স্যাচস বলেছে, ২০২২-এ অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার হওয়ার অনুমান সঠিক প্রতিপন্ন হয়েছে। অন্যদিকে, জেপি মরগ্যান ২০২২-এ অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার ও ২০২৩-এ প্রতি ব্যারেলে ১৫০ ডলার স্পর্শ করার ভবিষ্যতবাণী করেছে। 


উল্লেখ্য, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২০২২-এ অশোধিত তেলের দাম ইতিমধ্যেই ২৫ শতাংশ বেড়েছে। গত দুমাসে টানা অশোধিত তেলের দাম বেড়েছে। ১ ডিসেম্বর ২০২১-এ অশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেলে ৬৮.৮৭ ডলার। যা এখন বেড়ে প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ গত দেড় মাসে অশোধিত তেলের দাম সর্বনিম্ন স্তর থেকে ৪০ শতাংশ বেড়েছে। 


কিন্তু মুশকিলের এখানেই শেষ নয়। দেশে পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েক মাস অপরিবর্তিত রয়েছে। গত বছরের ৪ নভেম্বরের পর পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। যদিও অশোধিত তেলের দাম ক্রমে বেড়েই চলেছে। দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা করা হবে। ভোট চলার কারণেই সরকারের চাপের মুখে তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে পারেনি বলেই মনে করা হচ্ছে। ভোটের পর চলতি লোকসান পূরণ করে বর্ধিত অশোধিত তেলের দাম অনুসারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হতে পারে।