সমীরণ পাল, বারাসাত: পুরভোটের (Municipal Election 2022) আগে নির্দল প্রার্থীকে (Independent Candidate) মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনা বারাসাতের (Barasat)। হাসপাতালে ভর্তি বারাসাত পুরসভার (Barasat Municipality) ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী টিকেন্দ্রনাথ সরকার (Tikendranath Sarkar)। প্রার্থীর স্ত্রীর অভিযোগ, নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোয় প্রথম থেকেই হুমকি দিচ্ছিল শাসকদল।


গতকাল বাড়ি ফেরার পথে, নির্দল প্রার্থীকে (Independent Candidate) বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (Trinamool Congress)। তৃণমূল প্রার্থী মিলন সর্দারের দাবি, বাইকের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন নির্দল প্রার্থী। ভোটের (Municipal Election 2022) আগে মিথ্যা অভিযোগ করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।


এদিকে পুরভোটের (Municipal Election 2022) আগে ফের অশান্ত হয়ে ওঠে উত্তর ব্যারাকপুর (North Barrackpore)। তৃণমূল নেতা (TMC Leader) সুশান্ত মজুমদারকে খুনের পর যুব তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ ওঠে দিনকয়েক আগে। এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন উত্তর বারাকপুর (North Barrackpore)পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দীপঙ্কর সাহা। অভিযোগ, বাইক থামিয়ে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতাকে (TMC Leader)মারধরের পর তাঁর সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সমীর বসু নামে ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ (Titagarh Police Station)। তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ, পুরভোটের (Municipal Election 2022) আগে বিজেপির (BJP) তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। বিজেপির নাম জড়ানো তৃণমূলের রোগে পরিণত হয়েছে, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। 


আরও পড়ুন: North 24 Parganas News: তোলা না দেওয়ায় ৪৭টি গাছ কেটে দেওয়ার অভিযোগ অশোকনগরে