নয়ডা: প্রতারকের কবলে খোদ ব্য়াঙ্ক। এক নিমেষে সাফ ব্যাঙ্কের ১৬ কোটি টাকা। এমন ঘটেছে নৈনিতাল ব্যাঙ্কের (Nainital Bank Noida Branch) নয়ডা শাখায়। বিভিন্ন সংবাদমাধ্যমে সূত্রের খবর, ব্যাঙ্কের সার্ভার হ্যাক (Server Hack) করে ১৬ কোটি টাকা সাফ করেছে প্রতারক, আর সেই টাকা পাঠানো হয়েছে ৮৯ টি আলাদা আলাদা অ্যাকাউন্টে। 


কীভাবে লোপাট টাকা?
খবরে প্রকাশ, সাইবার অপরাধীরা (Cyber Crime) ওই ব্যাঙ্কের ম্য়ানেজারের লগইন ক্রেডেনশিয়াল (Log in Credential) হ্য়াক করে ঢুকে পড়েছিল Real Time Gross Settlement বা RTGS-এর মধ্যে। সেখান থেকেই  সাফ করা হয়েছে ১৬.৫ কোটি টাকা। ১৬ জুন থেকে ২০ জুনের মধ্যে এই অপরাধ সংগঠিত হয়েছে।


ওই ব্যাঙ্কের আইটি ম্যানেজার সুমিত কুমার শ্রীবাস্তব সাইবার ক্রাইম (Cyber Crime) পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। জুনে ব্যাঙ্ক ব্য়ালান্স মেলাতে গিয়ে এই গরমিল নজরে আসে ব্যাঙ্কের- অভিযোগপত্রে এমনটাই জানানো উচিত।                                          


১৭ জুন, RTGS-এর রেগুলার অডিট(Regular Audit) করার সময়ে ধরা পড়ে যে ৩ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি গরমিল হয়েছে। অভিযোগপত্রে জানানো হয়েছে বেশ কিছু দিন ধরে ব্য়ালান্স শিট মেলানো হয়নি বলে গরমিল ধরা পড়েনি।                                                                


এনডিটিভি সূত্রের খবর, এসিপি সাইবার ক্রাইম বিবেক রঞ্জন জানিয়েছেন, নৈনিতাল ব্যাঙ্কের আইটি ম্যানেজার অভিযোগ জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাড়ে ১৬ কোটি টাকা লোপাট করা হয়েছে। ম্যানেজারের ক্রেডেনশিয়াল হ্যাক করে এই কাজ হয়েছে। ওই টাকা ৮৯ টি অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছে। ১৬ থেকে ২০ জুনের মধ্য়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে। ওই ঘটনার তদন্ত করার জন্য একটি টিম তৈরি করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দেশের নতুন অপরাধ আইনে সংশোধনী প্রয়োজন? খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য, কারা রয়েছেন?