কলকাতা: ঠাট্টা-ইয়ার্কির জেরে তিন তলা থেকে সোজা নীচে। প্রাণ খোয়াতে হল তরতাজা এক মহিলাকে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) কাছে ডোম্বিভালিতে। ওই এলাকায় গ্লোব স্টেট বিল্ডিং নামের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটেছে।


এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী, ওই দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন, তাঁর নাম নাগিনা দেবী মঞ্জিরাম। শিউরে ওঠার মতো এই ঘটনাটি পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, তিন তলার করিডরে সহকর্মীদের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি করছেন ওই মহিলা (Viral news)। করিডরের সীমানায় পাঁচিল-তারপরেই খোলা জায়গা যা সোজা নীচ পর্যন্ত রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচিলে বসলেন ওই মহিলা। সেই সময়েই তাঁর কোনও সহকর্মী ঠাট্টা করতে গিয়ে তাঁর গায়ে ঝাঁপালেন। সেই সময়েই ভারসাম্য না রাখতে পেরে খোলা দিকে উল্টে যান তিনি (women fall from third floor)। সঙ্গী বহু চেষ্টা করেছিলেন তাঁকে ধরে রাখার। কিন্তু হাত ফস্কে শেষ পর্যন্ত নীচে পড়ে গেলেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে সঙ্গীরা দৌড়ে নীচে গেলেন- এই পর্যন্তই দেখা গিয়েছে ওই ভিডিও ফুটেজে।


ঘটনাটি ঘটার সঙ্গে দ্রুত এলাকায় আসে পুলিশ। স্থানীয় থানা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা নথিবদ্ধ (Accidental Death Report) করেছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। 


প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে জানা যাচ্ছে, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। ওই মহিলা নাগিনা দেবী মঞ্জিরাম ওই ভবনে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। ওইদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ওই ভবনের তৃতীয় তলায়।  সেখানেই ঠাট্টা-ইয়ার্কিও চলছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, নাগিনা দেবী যে দুর্ঘটনার শিকার হয়েছে, সেই একই ঘটনা ঘটতে চলেছিল তাঁরই এক বন্ধুর সঙ্গেও। কিন্তু কোনওক্রমে সেই বিপদ থেকে বেঁচে যান তিনি। আশপাশের লোকজন তাঁকে টেনে ধরে করিডরের দিকে ফেলে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত করিডরের ওপারে ফাঁকা দিকটি দিয়ে সোজা নীচে পড়েন নাগিনা দেবী। কর্মস্থলে তাঁকে গুড়িয়া দেবী বলে ডাকতেন সহকর্মীরা। তাঁর পরিবারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ তারা। যেখানে এই ঘটনাটি ঘটেছে, তাঁরা গোটা বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য সব তথ্য এক জায়গায় আনছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কোন মুসলমানদের পক্ষে বিজেপি? নজরুল-সৈয়দ মুজতবাকে স্মরণ করে কাদের হুঁশিয়ারি শমীকের?