Cyber Fraud Helpline : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) জীবন সহজ হওয়ার পাশাপাশি বেড়েছে আশঙ্কা। এখন আর্থিক ক্ষেত্রে বাড়ছে প্রতারিত হওয়ার সংখ্যা (Cyber Fraud)। সেই ক্ষেত্রে আপনিও সাইবার জালিয়াতির শিকার হলে আগে করুন এই কাজ।
কীভাবে আপনিও সাইবার জালিয়াতির শিকার হতে পারেনআজকের যুগে, ইন্টারনেট সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আপনি আপনার মোবাইল ফোনে বসে যেকোনও জায়গায় যাওয়ার টিকিট বুক করতে পারেন। আপনি একটি ক্যাব বুক করতে পারেন। আপনি অনলাইনে কাপড় কিনতে পারেন, অনলাইনে রেশন অর্ডার করতে পারেন। UPI লেনদেনের মতো সুবিধাগুলি মানুষকে অনেক সুবিধা দিয়েছে। কিন্তু ডিজিটাল বিশ্ব দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণার সংখ্যা।
সাইবার অপরাধও বেড়েছে। প্রায়শই একটি ছোট অবহেলা কারও বড় ক্ষতি করতে পারে। প্রতিদিন দেশজুড়ে এমন ঘটনা প্রকাশ পায় যেখানে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক মিনিটের মধ্যে টাকা ক্লিয়ার হয়ে যায়। তাই, সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি সাইবার জালিয়াতির শিকার হন, তাহলে আপনি এই নম্বরে কল করে তাৎক্ষণিক সাহায্য চাইতে পারেন।
সাইবার জালিয়াতির শিকার হলে এই নম্বরে কল করুনযদি আপনি কোনও ধরনের সাইবার জালিয়াতির শিকার হন বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়, তাহলে আতঙ্কিত হবেন না। আপনাকে অবিলম্বে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930 এ কল করতে হবে। সরকার বিশেষ করে সাইবার জালিয়াতির অভিযোগ নথিভুক্ত করার জন্য এই নম্বরটি দিয়েছে। এই নম্বরে কল করার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে।
আপনার অভিযোগ নথিভুক্ত করা হবে এবং পরবর্তী ব্যবস্থা শুরু হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যত তাড়াতাড়ি আপনি অভিযোগ করবেন, আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তত বেশি। সময়মতো অভিযোগ করলে লেনদেন ট্র্যাক করা যাবে। অন্যদিকে যদি আপনি দেরি করেন, তাহলে এর সম্ভাবনা কমে যাবে। তাই অবিলম্বে এখানে পদক্ষেপ নিন।
আমরা কীভাবে সাইবার জালিয়াতি এড়াতে পারি ?সাইবার জালিয়াতির বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ অসাবধান থাকে। সেই কারণেই এই ধরনের ঘটনা দেখা যায়। সাইবার জালিয়াতি থেকে সুরক্ষা আপনার নিজের হাতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনও ভুয়ো কল বা সন্দেহজনক বার্তায় বিশ্বাস করবেন না। আপনার ব্যক্তিগত বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা OTP কারও সঙ্গে শেয়ার করবেন না। প্রতারকরা প্রায়শই লোকেদের প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে তথ্য নেয়।
এছাড়া, অজানা লিঙ্কে ক্লিক করা থেকে এড়িয়ে চলুন। সর্বদা যেকোনও কোম্পানির অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। আপনি যদি সতর্ক থাকেন, তাহলে জালিয়াতির সম্ভাবনা কম থাকবে। মনে রাখবেন, সতর্কতাই নিরাপত্তা দেয়। তোমার অবহেলা তোমার বছরের পর বছরের আয়কে ঝুঁকির মুখে ফেলতে পারে।