কলকাতা: মেট্রো চলাচল তো বাড়ছে, কিন্তু যাত্রীদের সমস্যা মিটছে কই? নিত্যনতুন অশান্তিতে জেরবার কলকাতা মেট্রো (Kolkata Metro)। কখনও বিভিন্ন সমস্যায় বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো চলাচল, আবার কখনও কখনও মেট্রো চলাচলের অসম্ভব বিলম্বে নাজেহাল যাত্রীরা! সপ্তাহের প্রথম দিনেই কলকাতা মেট্রো পরিষেবার বেহাল ছবিটা এল সামনে। আজ সোমবার। সপ্তাহের শুরুর দিনই মেট্রো পরিষেবার বেহাল অবস্থায় নাজেহাল অফিস যাত্রীরা। মেট্রো চলাচলে অস্বাভাবিক বিলম্ব তো ছিলই, এবার, দক্ষিণেশ্বর-ব্রিজি রুটে বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড 'অন্ধকার' হয়ে রয়েছে। কখন মেট্রো আসবে দেখাই যাচ্ছে না।
এখানেই শেষ নয়, সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সপ্তাহের শুরুর দিনেই ফের মেট্রোয় বিভ্রাট। নোয়াপাড়া স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা দিল মেট্রোয়। এর ফলে, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলেই জানা যাচ্ছে। আপ ও ডাউন ২ লাইনেই পরিষেবা ব্যাহত হয়েছে। ব্যস্ত সময়ে নাকাল হচ্ছেন অফিস যাত্রীরা। অভিযোগ, স্টেশনে আধঘণ্টা বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। মেট্রো আসলেও তাতে অসম্ভব ভিড়। অনেক সময়ে ওঠাই যাচ্ছে না। অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা।
আজ, সপ্তাহের শুরুর দিনই মেট্রোর পরিষেবা নিয়ে অভিযোগ উঠছিল। অভিযোগ উঠেছে, পার্ক স্ট্রিট, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের মেট্রোর ডিসপ্লে বোর্ড অন্ধকার হয়ে রয়েছে। ফলে কখন ট্রেন আসবে, তা জানা যাচ্ছে না। মেট্রো স্টেশনে যেমন ভিড় জমছে, তেমনই মেট্রো না আসার কারণে নাজেহাল হচ্ছেন মানুষ। ভিড় জমাচ্ছেন মেট্রো স্টেশনে। আজ সোমবার। সপ্তাহের শুরুর দিন। স্বভাবতই মেট্রোয় শনি বা রবিবারের তুলনায় ভিড় বেশি। প্রত্যেকেই অফিসমুখী। আর সেই সপ্তাহের শুরুর দিনেই ফের একটা বিভ্রাটের ছবি কলকাতা মেট্রোয়।
গুরুত্বপূর্ণ সব স্টেশনে অন্ধকার হয়ে রয়েছে ডিসপ্লে বোর্ড। তার ফলে, কখন ট্রেন আসবে জানা যাচ্ছে না। অন্যদিকে মেট্রো পরিষেবা বেহাল হওয়ার কারণে ট্রেন আসতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। এর ফলে মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড় জমেছে। প্রত্যেকেই ক্ষোভপ্রকাশ করছেন মেট্রোর পরিষেবা নিয়ে। তবে মেট্রোর এই ছবিটা নতুন নয়। গ্রীন লাইন চালু হলেও, মেট্রো পরিষেবার সার্বিক উন্নতি হচ্ছে না। সদ্যই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এর ফলে প্রশ্নের মুখে পড়েছে মেট্রোর নিরাপত্তাও।
পরে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা ব্যহত হয়েছিল। বেলা ১২টা ১০ থেকে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।