পুনে: দেশে বেড়েই চলেছে সাইবার অপরাধের ঘটনা। প্রতিদিনই সাইবার জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা লুট করছে প্রতারকরা। সাধারণ মানুষ যেমন এর কবলে পড়ছে, তেমনি সম্প্রতি জানা গিয়েছে এক পুলিশ অফিসারও এই সাইবার জালিয়াতির (Cyber Fraud) কবলে পড়েছেন। পুনেতেই ঘটেছে এমন ঘটনা, এক পুলিশ কনস্টেবল সেখানে দোকানের মালপত্র কিনে কিউ আর কোড স্ক্যান করে টাকা দিতে গিয়েই সর্বস্বান্ত হয়েছেন। আর সেই কিউ আর কোড স্ক্যান করার কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা খোয়া চলে যায়। কীভাবে ঘটে এই ঘটনা ?


কীভাবে প্রতারণার শিকার হলেন তিনি


পুনের কাছে সাসওয়াদের একজন পুলিশ কর্মী কিউআর কোড স্ক্যান করে একটি বেকারিতে বিল শোধ করছিলেন। কিছুক্ষণ পরে তাঁর কাছে একটি মেসেজ আসে যে তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ১৮,৭৫৫ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরে যখন তিনি তাঁর দ্বিতীয় অ্যাকাউন্টটি দেখেন, তখন তিনি জানতে পারেন যে সেই অ্যাকাউন্ট থেকেও ১২,২৫০ টাকার একটি অবৈধ লেনদেন হয়েছে। এখানেই থেমে থাকেনি বিষয়টা। একটি ব্যাঙ্কে তাঁর গোল্ড লোনের অ্যাকাউন্ট ছিল, তাঁর ফোনে কিছুক্ষণ পরেই মেসেজ আসে যে সেই ঋণের অ্যাকাউন্ট থেকেও ১.৯ লক্ষ টাকার লেনদেন করার জন্য ওটিপি এসেছে। তিনি স্বাভাবিকভাবেই সেই ওটিপি দেননি, কিন্তু তারপরেও সেই লেনদেন সফল হয়ে যায়।


এই ওটিপি তিনি কারও সঙ্গে শেয়ার করেননি। কিন্তু তারপরেও জালিয়াতির শিকার হলেন সেই পুলিশ কনস্টেবল। এভাবে মোট ২.২ লক্ষ টাকা খোয়া যায় তাঁর মাত্র কয়েক মিনিটের মধ্যেই।


ক্রেডিট কার্ডেও নজর ছিল প্রতারকের


প্রতারকরা এখানেই থেমে থাকেনি। তাঁর ক্রেডিট কার্ডের মাধ্যমে অবৈধভাবে লেনদেনের চেষ্টাও করছিল প্রতারকরা। কিন্তু সেই কনস্টেবল সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এভাবে তিনি প্রতারণার হাত থেকে বেঁচে যান। তদন্তে জড়িত সেই পুলিশ জানিয়েছে ম্যালওয়্যার সম্বলিত এপিকে ফাইলের মাধ্যমে প্রতারকরা এই জালিয়াতি করতে চেয়েছিল।


সাইবার জালিয়াতি এড়িয়ে চলুন এভাবে


যে কোনো কিউআর কোড স্ক্যান করার আগে প্রাপকের নাম, অন্য তথ্য যাচাই করে নিতে হবে। সন্দেহজনক স্থানে কিউআর কোড স্ক্যান করে নিতে হবে। টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ কিংবা সমাজমাধ্যম থেকে আসা লিঙ্কে ক্লিক করতে যাবেন না। ডিজিটাল লেনদেনের জন্য সবসময় অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। শুধুমাত্র গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে সুরক্ষিত থাকা যাবে।


আরও পড়ুন: Xmail: আবার চমক ইলন মাস্কের ! আসতে চলেছে জিমেলের 'প্রতিদ্বন্দ্বী' ?