কলকাতা: গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় আরজিকর  মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডলের  জামিন দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্নের মুখে উঠে এসেছে CBI এর ভূমিকা। সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ইতিমধ্যেই ফের পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা। কিন্তু এবার এল বাধা। ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিল না কলকাতা পুলিশ। তাই আগামীকাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন। 


সিবিআইয়ের ব্যর্থতায় সন্দীপ-অভিজিতের জামিন, ফের পথে ডাক্তাররা।  ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিল না কলকাতা পুলিশ। প্রাক বর্ষবরণ, বড়দিনে ভিড়ে ট্রাফিকের কারণ দেখিয়ে অনুমতি দিল না পুলিশ। অনুমতি খারিজ পুলিশের, কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন।  বিচার চেয়ে ধর্মতলায় ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্না-অবস্থানের ডাক । ধর্মতলায় ধর্না-অবস্থানের ডাক সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠনের । ধর্নার অনুমতি চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন। 'দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে CBI-কে, রাজ্যকে দিতে হবে NOC'। বিচারের দাবিতে ধর্মতলায় ধর্নার ডাক দিয়ে দাবি সিনিয়র চিকিৎসক সংগঠনের।


 আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় (RG Kar Rape and Murder Case) প্রথমে রাজ্যের হাতে থাকলেও পরে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে যায়।  এদিকে এই মামলায় গত তিন মাস কম চাপের মুখে পড়তে হয়নি শাসকদলকে। চেয়ার চাই নাকি বিচার ? জুনিয়র ডাক্তারদের দিকে এই অপশনও তুলে ধরেছিলেন একসময় মুখ্যমন্ত্রী। ঠিক এমনই এক পরিস্থিতিতে,  এই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডলের  জামিন হয়েছে। মূলত গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় ২জনের জামিন দেওয়া হয়। এরপরেই প্রশ্নের মুখে CBI এর ভূমিকা। সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে জুনিয়র ডাক্তাররা। যদিও এই অবধি ঠিকই ছিল । তবে এবার বাধার মুখে ধর্মতলায় ধর্না-অবস্থানের অনুমতি। তবে অতীতে একাধিক মিছিল কিংবা স্টেজের অনুমতি কলকাতা পুলিশ না দিলেও পরে তাতে সিলমোহর দেয় কোর্ট। এবারেও শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে  ধর্না-অবস্থান , তা আগামীকালই জানা যাবে। 


আরও পড়ুন, ইউনূসের ছায়া বাংলায়, ফিরহাদকে জেলে পাঠানো উচিত; তীব্র আক্রমণে রুদ্রনীল


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।