WhatsApp Scam: এবার নতুন প্রতারণাচক্র সক্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপে। চাকরির নামে লোক ঠকানো হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। একবার ঠগদের ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। 


Tech News: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোল্ডারদেরই টার্গেট করেছে 
বর্তমানে বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি অ্য়াকাউন্ট হোল্ডার রয়েছে হোয়াটসঅ্যাপের। সবার বাড়িতেই তিন থেকে চার জন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। স্মার্টফোন যেমন আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তেমনি হোয়াটসঅ্যাপও আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আজ মানুষ শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন প্রতারণাচক্র জালিয়াতি শুরু করেছে। এই ফাঁদ এতটাই বিশ্বাসযোগ্য যে,  স্ক্যামিংয়ের পদ্ধতিটি বেশিরভাগ মানুষ বিশ্বাস করছেন। পর যার ফল ভুগতে হচ্ছে তাদের।


WhatsApp Scam: কারা কীভাবে করছে এই কাজ ?
প্রথমে চাকরির নামে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাচ্ছে এই প্রতারকরা। যা দেখে সহজেই ফাঁদে পা দিচ্ছে বেকাররা। প্রথমে চাকরির অছিলায় স্ক্যামাররা তাদের ইউটিউব ভিডিও পছন্দ করতে বলছেন। ফোনের ওপার থেকে বলা হচ্ছে, প্রতিদিন ৫০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এই কাজ করে। প্রথমে বেকারদের আশ্বস্ত করতে তাদের অ্যাকাউন্টে কিছু টাকাও পাঠাচ্ছে প্রতারকরা। পরে একবার আপনার বিশ্বাস অর্জন করার পরই শুরু হয়ে যায় ঠগবাজি।


Cyber Crime: ফাঁদ পাতা হচ্ছে কীভাবে ?
একবার টাকা পাঠাতে শুরু করলে পেমেন্ট ট্রান্সফারে সমস্যা হচ্ছে বলে বেকারদের একটি অ্যাপ ডাউনলোড করতে বলে স্ক্যামাররা। এই অ্যাপের মাধ্যমে স্ক্যামাররা গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। তারপরই অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারকরা। আপনিও যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন, তাহলে এই ধরনের বার্তাগুলিতে মনোযোগ দেবেন না। কোনও অজানা ব্যক্তি বা লিঙ্কে বিশ্বাস করবেন না। সাধারণত লটারি বা অন্যান্য স্ক্যাম সম্পর্কিত বার্তাগুলি হোয়াটসঅ্যাপে আসতে থাকে। তাই এগুলি থেকে দূরে থাকুন ও কোনও অ্যাপ বা লিঙ্কে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করবেন না।


টেলিগ্রামেও চলছে লোক ঠকানোর খেলা
আমি আপনাকে বলি, সম্প্রতি, গুরুগ্রামের এক মহিলা টেলিগ্রামে একই রকম প্রতারণার শিকার হয়েছেন। ১০ লক্ষ টাকা হারিয়েছেন তিনি। স্ক্যামাররা ফেসবুক, লিঙ্কডইন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষকে টার্গেট করছে । এটি একটি নতুন ধরনের প্রতারণা, যেখানে ভিডিও লাইক দেওয়ার কথা বলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে।