Bank FD:  এবারের মুদ্রানীতির বৈঠকে টানা পাঁচ বছর পরে রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার সভাপতিত্বে গঠিত বোর্ড ২০২০ সালের পরে এই প্রথম ২৫ বেসিস পয়েন্ট (FD Interest Rate) হারে রেপো রেট কমিয়েছে। আর সেই রেপো রেট কমতেই এই ব্যাঙ্কে কমল ফিক্সড ডিপোজিটে সুদের হার। এক ধাক্কায় ৬৫ বেসিস পয়েন্ট (Fixed Deposit) কমল সুদের হার। ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই সুদের হার কমে গেল এই ব্যাঙ্কে।


বেসরকারি ডিসিবি ব্যাঙ্কে কমেছে সুদের হার। এবার থেকে এই ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপরে মিলবে কম সুদ। এর আগে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ, তা কমে হয়েছে ৬.২৫ শতাংশ। ফেব্রুয়ারি মাসের মুদ্রানীতির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। আর এর প্রভাব পড়েছে ব্যাঙ্কের আমানত এবং ঋণের সুদের হারের উপরেও। এই বদলের পরে ডিসিবি ব্যাঙ্ক এখন ৩ কোটি টাকার কম আমানতের উপরে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে সাধারণ নাগরিকদের জন্য ৩.৭৫ থেকে ৮.০৫ শতাংশ সুদ দিয়ে থাকে। তবে এর মধ্যে ১৯-২০ মাসের মেয়াদে সবথেকে বেশি সুদ পাওয়া যায় ৮.০৫ শতাংশ। এছাড়া ৩ কোটির কম আমানতের উপরে প্রবীণ নাগরিকদের সুদের হার দেওয়া হয় ৪.২৫ থেকে ৮.৫৫ শতাংশ। অর্থাৎ সাধারণ নাগরিকদের থেকে প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন।


কোন মেয়াদের এফডিতে কমল সুদের হার


৮.০৫ শতাংশ থেকে এখন এই সুদের হার এক ধাক্কায় ৫৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৭.৫০ শতাংশ। ২৬ মাস থেকে ৩৭ মাসের মেয়াদের জন্য এই সুদের হার কমানো হয়েছে ডিসিবি ব্যাঙ্কের পক্ষ থেকে। অন্যদিকে ৩৭ ও ৩৮ মাসের মেয়াদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমে ৮.০৫ শতাংশ থেকে হয়েছে ৭.৮৫ শতাংশ। ৩৮ মাস থেকে ৬১ মাসের মেয়াদের ক্ষেত্রেও স্থায়ী আমানতে কমেছে সুদের হার। ডিসিবি ব্যাঙ্কে এবার থেকে এই মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে আপনি ৮.০৫ শতাংশের বদলে সুদ পাবেন ৭.৪০ শতাংশ। অর্থাৎ ৬৫ বেসিস পয়েন্ট কমে গিয়েছে সুদের হার।  


আরও পড়ুন: Swiggy: ভ্যালেন্টাইনস ডে'তে প্রতি মিনিটে ৫৮১টি অর্ডার ! সুইগি ইন্সটামার্টে মানুষ যা খুঁজল, জেনে অবাক হবেন