Swiggy Instamart Order: গতকাল ছিল ভ্যালেন্টাইনস ডে আর এই বিশেষ দিনেই সুইগি ইনস্টামার্ট ভরে উঠেছিল বিপুল অর্ডারে। এই ভালবাসার দিন উদযাপন (Valentine's Day) উপলক্ষ্যে মানুষ বিভিন্ন জিনিস অর্ডার করেছিল এই প্ল্যাটফর্মে। কাছের মানুষের সঙ্গে সময় কাটানো, তাঁকে উপহার দিয়ে খুশি করতে কে না চায়। আর তাই সুইগি ইনস্টামার্টে অর্ডার এসেছিল পছন্দের জিনিসের। তাও আবার প্রতি মিনিটে ৫৮১টি করে অর্ডার। একেবারে পিক আওয়ারে (Swiggy Instamart) এই অর্ডারের মাত্রা ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। সুইগির প্রতিষ্ঠাতা এই ঘটনার উল্লেখ করে জানান যে নিউ ইয়ার ইভের সময়েও একইভাবে অর্ডারের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল।
সুইগির সহ প্রতিষ্ঠাতা ফণী কিষণ এক্স হ্যান্ডলে এই তথ্য পরিসংখ্যান দিয়ে লেখেন, 'আমাদের অ্যানালিস্টরা যে তথ্য দিয়েছেন তা অবাক করার মত। ভ্যালেন্টাইনস ডে'র দৌড়ঝাঁপ সব রেকর্ড ভেঙে দিয়েছে। সবথেকে পিক আওয়ারে আমরা দেখেছি প্রতি মিনিটে ৫৮১টি চকলেট এবং প্রতি মিনিটে ৩২১টি গোলাপের অর্ডার এসেছে। যদি কখনও কোথাও ভালবাসার কোনো স্টক মার্কেট থাকত, তাহলে এটা হত সেই মার্কেটের বুল রান'।
ফণী কিষণ আরও বেশ কিছু তথ্য জানান এক্স হ্যান্ডলের পোস্টে। সুইগি ইনস্টামার্টের অর্ডার সম্পর্কে তিনি লেখেন যে এই প্ল্যাটফর্মে ২৪টি অর্ডার এসেছে যার মধ্যে ১৭৪টি চকলেট ছিল আর গ্রাহকরা গতকাল মোট ২৯,৮৪৪ টাকা খরচ করেছেন এই প্ল্যাটফর্মে। তিনি এও উল্লেখ করেন যে ভ্যালেন্টাইন ডে-র সকালে গত বছর যা অর্ডার সাপ্লাই করেছিলেন তারা, তার থেকেও বেশি অর্ডার ডেলিভারি করেছেন এই বছর ২০২৫-এ। অন্যান্য শুক্রবারের তুলনাতেও এই অর্ডারের পরিমাণ অনেক বেশি ছিল। তিনি লেখেন, 'সকাল ১০টা ৫৩ নাগাদ গত বছরের দ্বিগুণ অর্ডার ডেলিভারি করে ফেলেছে সুইগি ইনস্টামার্ট। আর অন্যান্য শুক্রবারের তুলনায় আমাদের সেলস ৫ গুণ বেড়ে গিয়েছে। আরও মিষ্টি মিষ্টি সারপ্রাইজ রয়েছে।'
বিজনেস ওয়ার্ল্ডের নিউ ইয়ার রিপোর্ট অনুযায়ী, লুধিয়ানা, রাজকোট, পুদুচেরি, কানপুর থেকে বেশি মাত্রায় অর্ডার এসেছে। ভুবনেশ্বর এবং ম্যাঙ্গালোর সবথেকে ব্যস্ততম শহর ছিল এই সময়ের মধ্যে। দেখা গিয়েছে ভুবনেশ্বরে এক ব্যক্তি ১২ হাজার টাকা খরচ করেছেন শুধু প্রোটিন বার কিনতে। চিপস ছিল সবথেকে বেশি জনপ্রিয় আইটেম। প্রতি মিনিটে ৮৫৩টি চিপসের অর্ডার এসেছে। সফট ড্রিঙ্কসের চাহিদাও ছিল তুঙ্গে। আর আঙুর এত জনপ্রিয় ছিল যে কিছু কিছু এলাকায় তা আউট অফ স্টক করে দিতে হয়।