নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। তাঁদের মহার্ঘভাতা আরও ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। চাকুরিরত এবং পেনশন ভোগী, দুই-ই এই সুবিধা পাবেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল। সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে হবে ৫৩ শতাংশ। এতে সওয়া ১ কোটি মানুষ উপকৃত হবেন। (DA Hike)
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে DA পান। দীপাবলির আগে এই সিদ্ধান্তের ফলে তাঁদের প্রাপ্ত DA-র হার বেড়ে হল ৫৩ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA মিলবে বলে জানা গিয়েছে। অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর, এই তিন মাসের DA এরিয়ার হিসেবে ঢুকবে। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে পারে বলে যদিও আগেই ইঙ্গিত মিলেছিল।কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স-এর এক আধিকারিক জানিয়েছিলেন, মন্ত্রিসভার বৈঠকে DA-র হার বাড়ানো হতে পারে। সেই জল্পনাই এবার সত্য বলে প্রমাণিত হল। (DA Hike before Diwali)
উৎসবের মরশুমে DA বৃদ্ধিতে যারপরনাই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাতে হাতে বাড়তি টাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের DA ও DR বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। মূল্যসূচকের নিরিখে সাধারণত বছরে দু'বার DA-র হার পাল্টায়।
সাধারণত জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে DA-র হারে সংশোধন ঘটায় কেন্দ্রীয় সরকার। এর আগে, ২০২৪ বসালের ২৪ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। সেবার তাঁদের প্রাপ্ত DA-র হার বেড়ে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়ে যায়। এবার তা আরও বেড়ে হল ৫৩ শতাংশ।
কিন্তু এই DA কী ভাবে হিসেব করা হয়? ধরে নেওয়া যাক, কারও বেসিক বেতন ৫৫ হাজার ২০০ টাকা। ৫০ শতাংশ হারে DA পাচ্ছিলেন ২৭ হাজার ৬০০ টাকা। ৩ শতাংশ বেড়ে DA ৫৩ শতাংশে পৌঁছে যাওয়ায় হাতে আসবে ২৯ হাজার ২৫৬ টাকা।
মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA দেয় কেন্দ্র, পেনশন ভোগীরা পান DR. দুই ক্ষেত্রেই বছরে দু'বার টাকা বাড়ে। এ বছর DA-র হার বৃদ্ধিতে দেরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়র্কার্স। সেই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও দেওয়া হয়।