Pearl Group Scam: পার্ল গ্রুপের ভুয়ো স্কিমে টাকা খুইয়েছিলেন যে সমস্ত বিনিয়োগকারীরা, তাদের জন্য সুখবর। এবার সেই টাকা ফেরত পাবেন সকলে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিনিয়োগকারীদের টাটা ফেরত দেওয়ার কাজ শুরু করেছে। মোট ৫০ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হবে ৬ কোটি বিনিয়োগকারীকে। অনৈতিকভাবে বাজার থেকে টাকা তোলার জন্য সেবি পার্ল গ্রুপকে (Pearl Group Scam) নিষিদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যেই। বিগত ১৮ বছর ধরে বিনিয়োগকারীদের থেকে এই টাকা অনৈতিকভাবে সংগ্রহ করা হয়েছিল বলেই অভিযোগ। এই স্কিমের (Ponzi Scheme) অধীনে বিনিয়োগকারীদের প্লট বা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই এই গ্রুপের নামে এফআইআর দায়ের করেছিল।


ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে পার্ল অ্যাগ্রো গ্রুপের বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকা যা জাস্টিস লোধা কমিটির কাছে হস্তান্তরিত করা হয়েছে। দেশের শীর্ষ আদালত এই স্কিমে ভুক্তভোগী সকল বিনিয়োগকারীদের সুবিচার দেওয়ার জন্য এই কমিটি গঠন করেছে। বিনিয়োগকারীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে এই স্কিমের অধীনে প্রতারণা করা হয়েছিল। তাদের থেকে সংগৃহীত টাকা হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছিল দুবাইতে। এর পরে এই টাকা দিয়ে হোটেল ও রিসর্ট কেনাও হয়েছে।


বিনিয়োগকারীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়াতে বাড়ি কেনা হয়েছে


তদন্তে এও জানা যায় যে বিনিয়োগকারীদের থেকে এই স্কিমে যে টাকা সংগ্রহ করা হয়েছিল তা দিয়ে অস্ট্রেলিয়াতে বিপুল বাড়ি কেনা হয়েছে, রিসর্ট কেনা হয়েছে। ২০১৮ সালে পার্ল গ্রুপ ও তার মালিক নির্মল সিং ভাঙ্গুর অস্ট্রেলিয়ার মাটিতে ৪৬২ কোটি টাকার ২টো প্রপার্টি বাজেয়াপ্ত করে। এর ৪ বছর পরে ২৪৪ কোটি টাকার আরও একটি প্রপার্টি বাজেয়াপ্ত করা হয়। এখন এই তিনটি প্রপার্টির মূল্য দাঁড়িয়েছে ১ হাজার কোটি টাকা।


৭৮টি ফ্ল্যাট ফেরত দেওয়া হবে


 প্রতিবেদন অনুসারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই ৭৮ জন ফ্ল্যাট-ক্রেতাকে গ্রেফতার করেছে যারা এস আর এস গ্রুপের গুরগাঁওয়ের প্রজেক্ট এস আর এস পার্ল, এস আর এস সিটি, এস আর এস প্রাইম কিনেছিল জালিয়াতির টাকা দিয়ে। সেই সব ফ্ল্যাট ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলির মোট মূল্য এখন ২০ কোটি টাকা। এই বিষয়ে এখনও তদন্ত চলছে। গত সপ্তাহেও ইডি দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরাখন্ডে তল্লাশি চালিয়েছে মোট ৪৪টি স্পটে।



আরও পড়ুন: Petrol Diesel Price: আগ্রায় পেট্রোল ৯৫ টাকা ছুঁইছুঁই, আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?