McAfee AI : রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) থেকে আলিয়া ভাট (Alia Bhatt), সাম্প্রতিককালে ডিপফেক ভিডিয়োর (Deepfake Video) শিকার হয়েছেন বলিউড তারকারা (Bollywood)। একের পর এক জনপ্রিয় তারকারদের (Bollywood Actress) এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেছিলেন তিনি। এবার ডিপফেক ভিডিয়ো ধরতে আর 'কামান দাগাতে' হবে না।  McAfee নিয়ে এসেছে এই সমস্যার সমাধান। 


বিশ্বের প্রথম" AI-চালিত টুল আনল এই কোম্পানি
সম্প্রতি এমনই এক উদ্ভাবন নিয়ে এসেছে  McAfee । ভারতে সাম্প্রতিক সাইবার নিরাপত্তায় এই ডিপফেক ডিটেক্টর চালু করেছে কোম্পানি। কারচুপি করা ভিডিয়ো সনাক্ত করার জন্য "বিশ্বের প্রথম" AI-চালিত টুল হিসেবে বাজারে আনা হয়েছে এই ডিটেক্টর। এর লক্ষ্য, ডিপফেক স্ক্যাম ও ভুল তথ্যের ক্রমবর্ধমান জালিয়াতির বিরুদ্ধে লড়াই করা। ৪৯৯ টাকার সাশ্রয়ী মূল্যে, পণ্যটি ক্রমবর্ধমান AI-চালিত ডিজিটাল ল্যান্ডস্কেপে আনা হয়েছে। 


McAfee AI : ডিপফেক স্ক্যামের বিরুদ্ধে লড়াই
ডিপফেক ডিটেক্টর এমন একটি সময়ে আনা হয়েছে, যখন AI-সম্পর্কিত স্ক্যামগুলি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ম্যাকাফির সাম্প্রতিক গবেষণা বলছে, একজন ভারতীয় দৈনিক প্রায় পাঁচটি ডিপফেক ভিডিওর সম্মুখীন হয়। এই প্রতারণামূলক ভিডিয়োগুলির ক্রমশ বৃদ্ধি রুখতে নির্ভরযোগ্য রক্ষাকবচ প্রযোজন। যা এদের বিরুদ্ধে চাপ তৈরি করবে।  


রিয়েলটাইমে ধরা যাবে ডিপফেক ভিডিয়ো
 এই ডিটেক্টর ডিভাইসে ফিপফেক অডিও ও ভিজ্যুয়ালগুলিকে ধরতে পারবেন রিয়েল-টাইমে ভিডিওগুলি বিশ্লেষণ করে এই কারজ করতে পারবে সফ্টওয়্যার । ব্যবহারকারীদের আর সনাক্তকরণের জন্য ম্যানুয়ালি ফাইল আপলোড করতে হবে না। কারণ টুলটি স্বয়ংক্রিয়ভাবে এই কাজ করবে। তাই কারচুপি হওয়া ভিডিয়োগুলি সম্পর্কে আপনি তাত্ক্ষণিক সতর্কবার্তা পাবেন।


McAfee AI : গোপনীয়তা বজায় রাবে এআই প্রযুক্তি
McAfee এই নতুন টুলের মাধ্যমে গোপনীয়তা বাজায় রাখবে। ডিপফেক ডিটেক্টর সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে সব ডেটা নিয়ে কাজ করে। এর জন্য ব্যক্তিগত অডিও বা ভিডিয়ো তথ্য সংগ্রহ বা সঞ্চয় করার প্রয়োজনীয়তা নেই। এই ডিজাইনের ফলে ডিভাইসের ও ডেটার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর কাছেই থাকে। প্রয়োজন অনুসারে বৈশিষ্ট্যটি 'এনাবল' বা 'ডিসাবল' করতে পারবেন ব্য়বহারকারী।  


আরও পড়ুন :  UPI Scam Alert: UPI-তে ভয় ধরানোর মতো নতুন স্ক্যাম, পিন দিতেই খালি হচ্ছে অ্য়াকাউন্ট !