Defence Stock Crash: বিগত কয়েক মাস ধরে যে হারে বেড়েছিল প্রতিরক্ষা খাতের স্টকগুলির দাম, সেখানে হয়ত এবার খানিক ছেদ পড়ল। গতকাল মঙ্গলবার ২০ অগাস্টের ট্রেডিং সেশনে এক ধাক্কায় ৯ শতাংশ কমে গেল জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থার স্টকের দাম (Defence Stock Crash)। মাল্টিব্যাগার স্টক মাজগাঁও ডক শিপবিল্ডার্স, গার্ডেনরিচ শিপবিল্ডার্স, কোচিন শিপইয়ার্ড সংস্থার স্টকের দাম একদিনে বিরাট পতনের মুখ দেখেছে। কিন্তু এত পতনের কারণ কী ? কী করবেন এখন ?
গত সপ্তাহে আইসিআইসিআই সিকিউরিটিজ ব্রোকারেজ ফার্ম জানিয়েছিল যে পাবলিক সেক্টর শিপবিল্ডার্স সংস্থার স্টক মাজগাঁও ডক শিপবিল্ডার্স ৭৭ শতাংশ পড়তে পারে, এমনকী গার্ডেনরিচ শিপবিল্ডার্সের স্টকও ৭৩ শতাংশ পতনের সম্ভাবনার কথা জানিয়েছিল এই ব্রোকারেজ সংস্থা। আর ব্রোকারেজ হাউজের এই রিপোর্টের পরেই এই দুই স্টকে বিপুল পতন লক্ষ্য করা গিয়েছে। এক মাসের মধ্যেই মাজগাঁও ডকের স্টকের দাম ১৬ শতাংশ কমেছে।
মঙ্গলবারের ট্রেডিং সেশনে মাজগাঁও ডকের স্টকের দাম ৯ শতাংশ পড়ে বন্ধ হয় ৪২৯৯ টাকায়। গার্ডেনরিচ শিপবিল্ডার্সের স্টকের দাম গতকাল পড়েছে ৭.৫৮ শতাংশ এবং তারপর বন্ধ হয়েছে ১৭৭৬ টাকায়। বিগত এক মাসে এই সংস্থার স্টকের দাম ২৮ শতাংশ পড়েছে আর এক সপ্তাহের হিসেব দেখলে স্টকের দাম কমেছে ১১ শতাংশ।
আইসিআইসিআই সিকিউরিটিজ যদিও এই মাজগাঁও ডকের টার্গেট প্রাইস বাড়িয়েছে ৯০০ টাকা থেকে ১১৬৫ টাকা। যদিও এটি মঙ্গলবারের ক্লোজিং প্রাইসের থেকেও ৭৩ শতাংশ কম। এই সংস্থা জানিয়েছে গার্ডেনরিচ শিপ্লবিল্ডার্সের স্টকের দাম ৭১ শতাংশ আরও কমে আসবে ৫১৫ টাকায়। সর্বকালীন উচ্চতা থেকে ইতিমধ্যেই মাজগাঁও ডকের স্টক পড়েছে ৩৬.২২ শতাংশ এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্সের স্টকের দাম পড়েছে ২৭ শতাংশ। আর কোচিন শিপইয়ার্ডের স্টকের দামও সর্বকালীন উচ্চতা থেকে ৩০ শতাংশ পড়ে গিয়েছে। মঙ্গলবারের ট্রেডিং সেশনে এই কোচিন শিপইয়ার্ডের স্টকের দাম ৩.৮৪ শতাংশ পড়ে বন্ধ হয়েছে ২০৭১.৮০ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Price: বড় বদল সোনার দামে, বুধের বাজারে দাম কি বাড়ল না কমল ?