নয়া দিল্লি: জ্বালানির (Fuel) চড়া দামে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার (Delhi Govt)। বুধবার কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে পেট্রোলের (Petrol) ওপর থেকে ভ্যাট (VAT) কমানোর। ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করা হচ্ছে ভ্যাট। এর ফলে দাম কমবে অনেকটাই। 


কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে বর্তমানে যে দাম রয়েছে তার থেকেও লিটার প্রতি ৮ টাকা করে দাম কমবে পেট্রোলের। আজ মাঝরাত থেকেই এই নয়া দাম কার্যকর হতে চলেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সভাপতিত্বে দিল্লি মন্ত্রিসভার বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                   


আরও পড়ুন, আজ থেকেই দাম বাড়ছে জিও-র, কোন প্ল্যানের কত দাম হচ্ছে?





এদিকে দেশে জ্বালানির দাম টানা ২৭ দিন অপরিবর্তিত রয়েছে। এর আগে ৪ নভেম্বর কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের (Disel) ওপর এক্সাইজ ডিউটি কমিয়েছিল অনেকটাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রকাশিত দাম অনুসারে, দিল্লিতে বর্তমানে পেট্রোল ১০৩.৯৭ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৬.৬৭ টাকা লিটার প্রতি দামে বিক্রি হচ্ছে। কেজরিওয়াল সরকারের নয়া সিদ্ধান্তে দিল্লিতে পেট্রলের দাম নেমে যাবে ১০০ টাকার নীচে।            


দেশের মূল শহরগুলির মধ্যে বাণিজ্য নগরী মুম্বইতে জ্বালানির দাম  সবচেয়ে বেশিচ৷ সে রাজ্যে ভ্যাটের কারণেই পেট্রোল-ডিজেলের দামের হার পরিবর্তিত হয়। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এই বছরের দীপাবলির আগে সারা দেশে জ্বালানির দাম কমাতে পেট্রোলে প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ১০ টাকা করে এক্সাইজ শুল্ক কমিয়েছিল।                 


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে দেশের সরকারি তেল সংস্থাগুলি ৷