হায়দরাবাদ: সম্ভাবনাই সত্যি হল। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করলেন ডেভিড ওয়ার্নার (david warner)। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ যাঁদের যাঁদের রিটেনশন করেছে, তাঁরা হলেন কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিক। কিন্তু ডেভিড ওয়ার্নারকে দলে রাখা হয়নি।


আর এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় সানরাইজার্স সমর্থকদের উদ্দেশে আবেগঘন পোস্ট করে লিখেছেন, ''চ্যাপ্টার ক্লোজড। সানরাইজার্স হায়দরাবাদের প্রত্যেক সমর্থককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এতগুলো বছর ধরে পাশে থাকার জন্য আমরা চির কৃতজ্ঞ।''


 






 প্রত্যাশাপূরণের পাশাপাশি অকাঙ্খিত চমক। ঠিক মাঠের লড়াইয়ে যেমনটা দেখতে অভ্যস্ত আসমুদ্রহিমাচল, তার থেকে কম কিছু দেখা গেল না রিটেনশন লিস্ট ঘোষণার ক্ষেত্রেও। আগামী বছরের আইপিএলের (IPL) জন্য কোন কোন ক্রিকেটারদের তারা ধরে রাখছে, সেটা সরকারিভাবে জানিয়ে দিল আগের আট ফ্র্যাঞ্চাইজি। যেখানে প্রত্যাশামতোই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিমাসন (Kane Williamson), মহেন্দ্র সিংহ ধোনিদের (Mahendra Singh Dhoni) দের ধরে রাখল তাদের ফ্র্যাঞ্চাইজি। আবার রীতিমতো চমকের জায়গা তৈরি করে কেএল রাহুল (KL Rahul), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) রশিদ খান (Rashid Khan), ডেভিড ওয়ার্নার (David Warner), সুরেশ রায়না (Suresh Raina), শ্রেয়স আইয়ারদের (Sreyash Aiyar) রাখা হল না তালিকায়।


রিটেনশন লিস্টে সবথেকে বড় চমক যদি সমর্থকরা পেয়ে থাকেন, সেটা মিলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad) ফ্র্যাঞ্চাইজির থেকে। গত আইপিএলেই প্রথমে অধিনায়কত্ব খোয়ানো ও পরে দল থেকে বাদ পড়া ডেভিড ওয়ার্নার (David Warner) যে ফ্র্যাঞ্চাইজি তাঁর ওপর আস্থা না রাখায় হায়দরাবাদ শিবির ছাড়তে চান সেটা বুঝিয়েই দিয়েছিলেন। তবে ক্রিকেটার ধরে রাখার তালিকা ঘোষণার সময় এল আরও বড় একটা চমক। তাদের অন্যতম অস্ত্র রশিদ খানও (Rashid Khan) থাকলেন না ধরে রাখা খেলোয়াড়দের তালিকায়। যদিও আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর কাছে 'অফার' গিয়েছে বলে কিছু মহলের কানাঘুষো। তবে রশিদ নিজেই হায়দরাবাদ শিবির ছেড়ে নিলামে উঠতে চেয়েছেন বলে জানানো হল তাঁর ফ্র্যাঞ্চাইজির তরফে।