Job Cuts: টেক দুনিয়ায় উত্তরোত্তর বাড়ছে কর্মী ছাঁটাইয়ের মাত্রা। ইনটেলের পর এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ডেল কর্মী ছাঁটাইয়ের (Dell Layoffs) কথা ঘোষণা করল। সারা বিশ্বজুড়ে তাদের মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ ছেঁটে ফেলতে চাইছে ডেল। আর এই সিদ্ধান্তের কারণে কাজ হারাবেন ১২,৫০০ কর্মী। আর কর্মী ছাঁটাইয়ের (Layoff News) এই প্রক্রিয়া সম্পূর্ণটাই হবে সংস্থার সেলস বিভাগে। এর প্রভাব পড়বে সারা বিশ্বজুড়ে।


AI-র দিকে নজর দিতে কমবে কর্মী সংখ্যা


বিজনেস ইনসাইডার সংবাদসংস্থা জানাচ্ছে, একটি আভ্যন্তরীণ বার্তার মাধ্যমে ডেল তাদের কর্মীদের এই ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়েছে। সংস্থা জানিয়েছে যে তারা তাদের সেলস টিমে বদল আনতে চাইছে। আর এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নতুন সেলস টিম গড়ে তোলা হবে। সংস্থা চায় যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে টিম গড়ে তোলা যায়।


গ্লোবাল সেলস মর্ডানাইজেশন স্কিমে কাজ করছে ডেল


ডেল সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ বিল স্ক্যানেল এবং জন বায়ার্নের মাধ্যমে এই আভ্যন্তরীণ বার্তাটি পাঠানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে গ্লোবাল সেলস মর্ডানাইজেশন আপডেট। এখানে বলা হয়েছে যে সংস্থার ব্যবসাকে একটা নতুন অভিমুখে নিয়ে যাওয়া হবে। ম্যানেজমেন্ট এবং বিনিয়োগের পুনর্গঠনে জোর দেওয়া হবে। আর তাই সেলস টিম নিয়ে নতুন করে ভাবতে চলেছে সংস্থা।


বড় পদে থাকা ব্যক্তিদের সমস্যা


প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে এবং ডেল সংস্থার সেলস বিভাগের বহু কর্মী জানিয়েছেন যে তাদের ছাঁটাই করা হয়েছে। আর এই কর্মী ছাঁটাইয়ের সবথেকে বড় শিকার হবেন সংস্থার বড় পদে থাকা কর্মীরা যেমন ম্যানেজার, ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট প্রমুখরা। তাদের মধ্যে কেউ কেউ বিগত ২০ বছর ধরে এই সংস্থায় কাজ করছেন।


ইনটেলে ১৫ হাজার কর্মী ছাঁটাই হয়েছে


এর কিছুদিন আগেই বিশ্বের অন্যতম সেরা চিপ নির্মাতা সংস্থা ইনটেল জানিয়েছে যে তাদের ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে বিগত বেশ কয়েক বছর ধরে সংস্থার রেভিনিউ কমেছে, তাঁর বাজার মূলধনও অনেকাংশে কমে গিয়েছে আর তাই খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই করেছে সংস্থা। আর এর প্রভাবে এই সংস্থার স্টকেও এসে ২৮ শতাংশ পতন।



আরও পড়ুন: SBI Chairman: স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান ঘোষণা, দীনেশ খারার জায়গায় এলেন সিএস শেঠি, কে এই ব্য়ক্তি ?