Dhanteras Gold Buying: ধনতেরসে সোনা-রুপো ইত্যাদি ধাতু কেনার একটা বহু প্রচলিত রীতি রয়েছে। মানুষ একে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করে। এর কারণে সোনা-রুপোর দাম (Gold Buying) হু হু করে বাড়লেও সোনা কেনার ঝোঁক কমছে না ভারতীয়দের। বলা হচ্ছে ধনতেরসের (Dhanteras 2024) দিনেই সোনা-রুপোর দাম নতুন রেকর্ড তৈরি করবে। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ধনতেরস। এই শুভ মুহূর্তে দেশের সমস্ত বড় বড় গয়না নির্মাতা সংস্থাগুলি দারুণ সব ছাড় দিচ্ছে। কোন জুয়েলার্স কী ছাড় দিচ্ছে দেখে নিন এক নজরে।
Reliance Jewel
রিলায়েন্স জুয়েলস সংস্থা ঘোষণা করেছে সোনার গয়নার মেকিং চার্জের উপর ২৫ শতাংশ ছাড় থাকছে এবং হীরের দাম ও মেকিং চার্জের উপর ছাড় থাকছে ৩০ শতাংশ। আজ থেকে শুরু হয়েছে এই অফার বা ছাড়ের সুযোগ। এই অফার থাকছে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। দেশে এই সংস্থার মোট ১৮৫টি আউটলেট রয়েছে, সমস্ত আউটলেটেই এই সুবিধে পাবেন গ্রাহকরা।
Malabar Gold and Diamonds
এই সংস্থা তাদের সমস্ত গ্রাহকদের সোনার কয়েন দেবার কথা ঘোষণা করেছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। এই সোনার কয়েন পেতে গেলে আপনাকে ন্যূনতম ৫০ হাজার টাকার কেনাকাটা করতে হবে। পুরনো গয়না এক্সচেঞ্জ করার ক্ষেত্রেও বিপুল ছাড় দিচ্ছে সংস্থা।
PC Jewellers
হীরের গয়নার উপর এই সংস্থা দিচ্ছে ৪৫ শতাংশ ছাড়। এছাড়াও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ২০ শতাংশ ছাড় এবং ৫০ শতাংশ ছাড় থাকছে রুপোর গয়নার মেকিং চার্জের উপর।
Joyalukkas
সোনা রুপোর গয়না এই সংস্থা থেকে কিনলে আপনি পেয়ে যাবেন মেকিং চার্জের উপরে ১৮ শতাংশ ছাড়। অন্যদিকে হীরের গয়নার উপর থাকছে ৫০ শতাংশ ছাড়। এছাড়াও গ্রাহকদের জন্য ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ৫ হাজার টাকার ছাড়।
Tanishq
সোনার গয়নার মেকিং চার্জের উপর এই সংস্থা দিচ্ছে ২০ শতাংশ ছাড়। আর হীরের গয়নার উপরেও থাকছে ২০ শতাংশ ছাড়ের সুযোগ। এই অফার আপনি এই সংস্থার ওয়েবসাইট এবং অ্যাপেও পেয়ে যাবেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত থাকছে এই ছাড়ের সুযোগ।
Stock Market Today : দীপাবলির আগেই আজ গতি বাজারে, এই পাঁচ কারণে বাড়ল নিফটি, সেনসেক্স, কাল কী হবে ?