Gold Buying Tips: ধনতেরাসে সোনা (Dhanteras Gold Buying Tips) কিনতে চাইলে আগে জেনে নিন এই বিষয়গুলি। সেই ক্ষেত্রে সোনার গয়না কিনতে গিয়ে (Gold Buying Tips) ঠকতে হবে না আপনাকে। গ্রাহকদের জন্য রইল এই পরামর্শ।
সবার আগে সোনার হলমার্ক দেখে গয়না কিনুন
সোনার গয়না খাঁটি কিনা তা হলমার্ক দেখেই বোঝা যায়। আলাদা আলাদা সোনার গয়নায় সোনার মাত্রাও পৃথক হয়ে থাকে। ২২ ক্যারেটের সোনার গয়নায় ৯১.৬ শতাংশ সোনা থাকে। এতে বিআইএস (ব্যুরো অব স্ট্যান্ডার্ড—যে হলমার্ক দিয়ে থাকে) সংখ্যা ৯১৬। ২৩ ক্যারেট সোনার গয়না ৯৫.৮ শতাংশ সোনা থাকে। এর নম্বর ৯৫৮। এই নম্বরগুলি গয়নার উপরে লেখা থাকে।
বাই-ব্যাক পলিসি আছে কী: বর্তমানে কিছু গয়নার সংস্থা বাই-ব্যাক অফার দিচ্ছে। যেখানে আপনি তাদের কাছে সোনা বিক্রি করতে পারেন। কেনার আগে নিশ্চিত করুন, যেন আপনি এই শর্তাবলী সম্পর্কে সব জানেন। কারণ ভবিষ্যতে আপনার রিটার্ন এর দ্বারা প্রাভাবিত হতে পারে।
আপনার কত মজুরি পড়ছে
স্বর্ণালঙ্কারের দামের সঙ্গে গয়না তৈরির মজুরিও যুক্ত থাকে। গয়নায় কতটা সোনা রয়েছে তার উপর মজুরি নির্ভর করে। সেই জন্য গয়না কেনার সময় স্থির মূল্যের মজুরির (ফিক্স চার্জ) উপরে জোর দেবেন। এর ফলে গয়নার দাম কিছুটা হলেও কম দিতে হবে।
গয়নার সংস্থার সুনাম সম্পর্কে জানুন: সবসময় স্বনামধন্য জুয়েলার্স থেকে সোনা কিনুন। প্রতিষ্ঠিত দোকানে স্বচ্ছতা অফার করার এবং সোনার সত্যতা নিশ্চিত করার সম্ভাবনা বেশি।
উত্সবে কী বেশি সুবিধা দিচ্ছে সংস্থা: অনেক গয়নার সংস্থা ধনতেরাসকে ঘিরে প্রচার এবং ছাড় দেয়। আপনার ক্রয়ের মূল্য সর্বাধিক করতে এই অফারগুলিতে নজর রাখুন।
ওজনের দিকে নজর দিন
অনেক কারিগর সোনার গয়নায় পাথর এবং অন্যান্য জিনিসের ওজনও যুক্ত করেন। এই কারণে, গয়নাগুলি ভারী এবং ব্যয়বহুল হয়। সোনার গয়নার ওজন থেকে পাথর বা মূল্যবান পাথর বাদ দিয়ে ওজন করুন। গয়না কেনার সময় সেটিও মনে রাখবেন।
বড় দোকান ও ব্যান্ডেড স্টোর থেকে কিনুন
গয়না কেনার সময় নামী বা ব্র্যান্ডেড স্টোর থেকেই কেনা ভালো। ছোট গয়নার দোকান থেকে সোনা কেনা অনেকসময় ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক সময়ই খাঁটি সোনা এই সব ছোট দোকানে পাওয়া যায় না। তাই সর্বদা নির্ভরযোগ্য এবং বড় ব্র্যান্ডেড স্টোর থেকে সোনার গয়না কেনায় জোর দিন। কারণ, নামী ও বড় ব্যান্ডেড স্টোরের গয়নায় নিশ্চয়তা অনেক বেশি।
মেশিনে তৈরি না হাতে গড়া
সাধারণ ব্যবহারের জন্য যে সব গয়না তৈরি হয়, সেগুলি মেশিনে তৈরি হয়। কিছু কিছু গয়নার দোকান এই গয়নাগুলি কারিগরদের দিয়ে তৈরি করায়। মেশিনে তৈরি গয়নাগুলির দাম হাতে তৈরি গয়নার চেয়ে কম হয়। ফলে কোন গয়নাগুলি হাতে তৈরি এবং কোন গয়নাগুলি মেশিনে তৈরি হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন। এ ব্যাপারে সম্যক ধারণা থাকলে কিছু অর্থের সাশ্রয় হতে পারে।
রসিদে কী লেখা আছে তা দেখুন : ওজন, বিশুদ্ধতা এবং চার্জ তৈরির তথ্য সহ আপনি একটি বিস্তারিত চালান পেয়েছেন তা নিশ্চিত করুন। এই কাগজপত্র ভবিষ্যতের যেকোনো পুনঃবিক্রয় বা বিনিময়ের জন্য অপরিহার্য।
সোনার বিমা : সোনা মূল্যবান তাই এর সুরক্ষা প্রয়োজন। সোনাকে সুরক্ষিত স্থানে সংরক্ষণ করুন। অতিরিক্ত মানসিক শান্তির জন্য এটি চুরি বা ক্ষতির ঝুঁকির জন্য বিমা করার কথা বিবেচনা করুন।
Diwali Shopping Scam: উৎসবের মরসুমে এইভাবে করুন ডিজিটাল পেমেন্ট, নতুবা টাকা হারাবেন !