Cyber Fraud: ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) যুগে বেড়ে গিয়েছে আর্থিক প্রতারণার (Finance Fraud) সংখ্যা। সামান্য কয়েক সেকেন্ড টাকা লেনদেনের সুবিধার পাশাপাশি তৈরি হয়েছে অনেক অসুবিধা। যার মধ্য়ে অন্য়তম ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম (Digital Arrest) । জানেন, একবার প্রতারকরা আপনার টাকা হাতালে (Money Fraud) ফেরত আনতে পারবে সরকার ?
সাড়ে তিন লাখ টাকা গেছে এক ব্যক্তির
সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। এক ইঞ্জিনিয়ারের সঙ্গে ঘটেছে এই ঘটনা। যেখানে ওই ব্যক্তি ৬দিন ডিজিটাল অ্য়ারেস্ট হয়ে ছিলেন। অনেক ক্ষেত্রে এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে দেশবাসী। দিনে দিনে বেড়েই চলেছে জালিয়াতির ঘটনা। অনেক ক্ষেত্রে প্রতারিত ব্যক্তি বুঝতেই পারছেন না যে তার সঙ্গে এই ধরনের ঘটনা হতে পারে।
আদৌ ডিজিটাল এই প্রতারণার টাকা ফেরত আনা যায়
এই প্রতারণার ঘটনায় প্ররিতরা নিজে থেকেই জালিয়াতদের হাতে টাকা তুলে দেয়। পরে বুঝতে পেরে হাপিত্যেশ করতে হয় তাদের। সেই ক্ষেত্রে ডিজিটাল অ্যারেস্টের টাকা ফেরত পাওয়া যায় কি ? এর বিষয়ে কাকে অভিযোগ জানাতে হয়।
বেশি দেরি করলে কী হবে
ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া বেশ কঠিন। কারণ, যতদিনে ব্যক্তি প্রতারণার বিষয়ে বুঝবেন, ততদিনে অনেত দেরি হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি অভিযোগ জমা পড়ে তত ভাল। সেই ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ থাকে। আপনার সঙ্গে ও ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা ঘটলে National Cyber Crime Helpline ১৯৩০-তে ফোন করুন ও অভিয়োগ রেজিস্টার করুন।
এরপর সরকার কী করে
একবার ডিজিটাল অ্যারেস্টের অভিযোগ জমা পড়লে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টের সেই লেনদেনটা ব্যাঙ্ককে ব্লক করে দিতে বলা হয়। পাশাপাশি যে অ্যাকাউন্টে আপনার টাকা গেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। যাতে কোনও প্রতারক এই টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে না পারে। মনে রাখবেন , ঘটনার ২৪-৪৮ ঘণ্টার মধ্য়ে অভিযোগ জমা পড়াটা খুব প্রয়োজন। এই ক্ষেত্রে আপনার টাকা ফেরতও পেতে পারেন।
কোথায় অভিযোগ জমা করবেন
একবার এই ধরনের প্রতারণার শিকার হলে সঙ্গ সঙ্গে ন্যাশনাল সাইবার হেল্পলাইনে ফোন করে অভিযোগ জমা করুন। পাশপাশি আপনাকে এখানে National Cyber Crime Reporting Portal https://cybercrime.gov.in/. যেতে হবে। এরপর আপনার কাছের কোনও পুলিশ স্টেশনে গিয়ে সাইবার ফ্রডের বিষয়ে অভিযোগ জমা করতে হবে। এর সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে গিয়ে অথবা অনলাইনে ব্যাঙ্কের হেল্পলাইনে প্রতারণার অভিযোগ জমা করতে হবে।
আরও পড়ুন : Wedding Card Scam: এবার বিয়ের কার্ডে প্রতারণার ফাঁদ, মারাত্মক ক্ষতি হতে পারে আপনার !