Disney Layoffs: এবার কর্মী ছাঁটাই হবে ডিজনিতেও (Disney)। বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতিই ঘোষণা করেছে যে খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 


আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। কোন কোনও সংস্থায় গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই চলছে ছাঁটাই প্রক্রিয়া। এই বছরেও ওই সংস্থাগুলিতে চালু রয়েছে কর্মী ছাঁটাই। এবার সেই দলেই নাম জুড়েছে ডিজনি সংস্থাও। 


Zoom: কর্মী ছাঁটাই (Layoffs) হচ্ছে জুম ভিডিও কমিউনিকেশন (Zoom Video Communications) সংস্থায়। কোভিডকালে বিশেষ করে লকডাউনের সময় বিভিন্ন কাজের জন্য প্রায় সকলে জুম কলের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। সেই সংস্থাতেই এবার কর্মী ছাঁটাই হয়েছে। রয়টার্সের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩০০ কর্মী চাকরি খুইয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। প্রায় ১৫ শতাংশ ওয়ার্কফোর্স একধাক্কায় কমিয়ে দিয়েছে এই ভিডিও কনফারেন্সিং সংস্থা। এর পাশাপাশি সংস্থার সিইও এরিক ইউয়ান ঘোষণা করেছেন, তিনি আগামী অর্থবর্ষের জন্য তাঁর বেতন ৯৮ শতাংশ কমিয়ে নেবেন। তাছাড়াও ত্যাগ করবেন নিজের বোনাস। প্রসঙ্গত করোনার সময়ে বাড়িতে বসে অফিস মিটিং কিংবা পড়াশোনা করা- সবকিছুরই অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল জুম ভিডিও কল। ক্রমশ করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে এই কমিউনেকশন সংস্থার চাহিদা কমেছে। আর তার জেরেই একপ্রকার বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে এই সংস্থা। 


Infosys: উইপ্রোর পর এবার ইনফোসিস। সূত্রের খবর, সম্প্রতি কয়েকশো ফ্রেশারকে ছাঁটাই করেছে ইনফোসিস সংস্থা। কারণ এই ফ্রেশাররা ইনফোসিসের আয়োজন করা একটি internal fresher assessment (FA) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ভারতের আইটি কোম্পানি ইনফোসিস প্রায় ৬০০ জন ফ্রেশারকে ছাঁটাই করে দিয়েছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা গিয়েছে, ইনফোসিস কর্তৃপক্ষ একটি ইন্টারনাল টেস্টের আয়োজন করেছিল। সেখানে সব ফ্রেশারদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এই ইন্টারনাল পরীক্ষায় পাশ করতে না পারার ফলে ৬০০ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে। এই পরিসংখ্যান অবশ্য গত কয়েক মাসের মিলিত পরিসংখ্যান। 


আরও পড়ুন- প্রায় ৬০০ 'ফ্রেশার'-কে ছাঁটাই করল ইনফোসিস কর্তৃপক্ষ, কিন্তু কেন?