ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: নাবালিকা ধর্ষণ মামলায় কাঁথি আদালতে (Contai Court) আত্মসমর্পণ করলেন তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন TMCP নেতা। পুলিশ দীর্ঘদিন ধরে শুভদীপকে খুঁজে পাচ্ছিল না বলে জানিয়েছিল। আজ সকাল ১০টা নাগাদ আদালতে এসে আত্মসমর্পণ করেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরি। এর আগে নাবালিকার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি রাজাশেখর মান্থা অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতাকে গ্রেফতারের নির্দেশ দেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভদীপ গিরি। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। 


আত্মসমর্পণ ছাত্রনেতা শুভদীপ গিরির: কাঁথির নাবালিকা ধর্ষণের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য় করেছিল কলকাতা হাইকোর্ট। অভিযুক্তের প্রতি তদন্তকারী অফিসার দুর্বলতা দেখাচ্ছেন বলে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।  গত বছর এক ছাত্রীকে  ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে নাম জড়ায় কাঁথির তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরির। ১০ জানুয়ারি কাঁথির মহিলা থানায় টিএমসিপি নেতা শুভদীপ গিরি এবং তাঁর মা-বাবার নামে FIR করে নাবালিকার পরিবার। এদিন অভিযুক্ত ছাত্রনেতা কাঁথি আদালতে আত্ম সমর্পণ করেন।                         


পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। কিন্তু, সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।উল্টে পুলিশের মদতে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। সেই মামলায় গত ২৪ জানুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থা, পুলিশের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেছিলেন,”অভিযুক্ত কোথায় আছেন, আপনি তা জানেন। ইচ্ছে করে ধরছেন না। আপনার গা ছাড়া মনোভাব আদালতের নজর এড়াচ্ছে না।’’


কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্যাতিতার বাড়ির বাইরে পুলিশ পাহারা বসানো হয়। কিন্তু তারপরেও মামলা তুলে নেওয়ার চাপ, হুমকির ছবিটা বদলায়নি বলে অভিযোগ করছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।  নির্যাতিতার পরিবারের আইনজীবী আবু সোহেল বলেছিলেন, “নির্যাতিতার পরিবারের ওপর অত্যাচার হয়েই চলেছে। কিছুদিন আগে ইটবৃষ্টির ঘটনা বাড়িতে। গতকাল রাতে মোবাইলে হুমকি, থ্রেট, পরিবার রীতিমতো আতঙ্কে ভুগছে। পুলিশ পিকেটিং বাইরে থাকা সত্ত্বেও, যেহেতু অভিযুক্ত এখনও অ্যারেস্ট হল না, আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না।’’


আরও পড়ুন: Murshidabad: জারি তল্লাশি, টানা ২৭ ঘণ্টা ধরে সুতির পতাকা বিড়ির সদর দফতরে অভিযান