Stock Market: আগামী সপ্তাহেই বেশ কিছু সংস্থার স্টকে ডিভিডেন্ড (Dividend Stock) দেওয়ার কথা রয়েছে। মহিন্দ্রা থেকে টাটা, ডিভিডেন্ডের রেকর্ড ডেট রয়েছে আগামী সপ্তাহেই। তাঁর সঙ্গে এবার আরও একটি শেয়ারে দিচ্ছে চমকে দেওয়া ডিভিডেন্ড। মার্কিনি মুলুকের সংস্থা 3M Co-এর ভারতীয় শাখা 3M India-র স্টকে মিলবে বিপুল ডিভিডেন্ড (Dividend Stock)। ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারে এই সংস্থা সব মিলিয়ে ৬৮৫ টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এই ডিভিডেন্ড (3M India Dividend) দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা তাঁর এক্সচেঞ্জ ফাইলিংয়ে। জানা গিয়েছে রেকর্ড ডেটও।


3M India সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ জুলাই ২০২৪ এই সংস্থার স্টকের ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড ডেট অর্থাৎ এই দিন পর্যন্ত এই স্টক যাদের কাছে পোর্টফোলিওতে কেনা থাকবে তারা এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সংস্থার বার্ষিক সভার ৩০ দিনের মধ্যেই এই ডিভিডেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বিনিয়োগকারীদের। এর মধ্যে রয়েছে চূড়ান্ত ডিভিডেন্ড এবং একটি বিশেষ ডিভিডেন্ড। ১৬০ টাকার চূড়ান্ত ডিভিডেন্ড এবং ৫২৫ টাকার বিশেষ ডিভিডেন্ড দিতে চলেছে 3M India সংস্থা।


২০২৩ সালে এই সংস্থাই শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তারও আগে ২০২২ সালে ৮৫০ টাকার বিশেষ ডিভিডেন্ড দিয়েছিল সংস্থা। বিগত ২৮ মার্চ ২০২৪ এই সংস্থার বোর্ড সংস্থার ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করে যেখানে দেখা যায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই সংস্থা ১৭২.৮৫ কোটি টাকা মুনাফা করেছে। এর আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এই সংস্থা ১৩৫.৭২ কোটি টাকার মুনাফা করেছিল অর্থাৎ সংস্থার গ্রোথ হয়েছে ২৭.৪ শতাংশ। অপারেশনস থেকে সংস্থার রেভিনিউ এসেছে ১০৯৪.৫৫ কোটি টাকা, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে যেখানে এসেছিল ১০৪৬.০৪ কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ বেড়েছে ৪.৬ শতাংশ। সংস্থার EBITDA ২১.৪.২ কোটি টাকায় দাঁড়িয়ে, বছরে ১০.৬ শতাংশ বেশি।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Share Market This Week: আগামী সপ্তাহে আসছে এই আইপিওগুলি, কোনটিতে বিনিয়োগে আপনার লাভ